MCQ
21441. 'মন' শব্দের বিশেষণ-
মানস
মনন
মানসিক
মানুষ
21442. 'সৌন্দর্য সকলকেই আকর্ষণ করে।' এ বাক্যে 'সৌন্দর্য' কোন পদ?
বিশেষণ
বিশেষ্য
সর্বনাম
অব্যয়
21443. 'মেটে কলসী' শব্দবন্ধে 'মেটে' কোন প্রকার বিশেষণ?
গুণবাচক
উপাদানবাচক
অবস্থাবাচক
রূপবাচক
21444. 'বুদ্ধিমান' এর বিশেষ্য পদ কী?
বুদ্ধি
বুদ্ধিত্ব
বুদ্ধিজীবী
বোদ্ধা
21445. 'জ্ঞ' যুক্তবর্ণ কিভাবে গঠিত?
ঙ+গ
জ+ঙ
গ+ঙ
জ+ঞ
21446. Identify the correct spelling.
Messemerize
Mesmarize
Masmerize
Mesmerize
21447. তোমার এ পূণ্য প্রচেষ্টা সফল হোক। বাক্যটিতে পূণ্য শব্দটি হলো-
বিশেষ্য
অব্যয়
বিশেষণ
ক্রিয়া
21448. 'অর্ধেক সম্পত্তি- এখানে 'অর্ধেক' কোন পদ?
বিশেষণ
সর্বনাম
নামবাচক বিশেষ্য
বিশেষ্য
21449. 'দ্বেষ' এর বিশেষণ রূপ কী?
দ্বিষ্ট
দিষ্ট
বিদ্বেষ
দ্বেষী
21450. চালাকের বিশেষ্য পদ কোনটি?
চাতুর্য
চতুর
চালাকি
চাতুরি
21451. শূন্যতাজ্ঞাপক শব্দ কোনটি?
টন-টন
বিড়-বিড়
ঠন-ঠন
বা-বা
21452. সে এখন যাবে না। এই বাক্যে 'না' কোন পদ?
বিশেষণ
ক্রিয়াবিশেষণ
অব্যয়
অনুসর্গ
21453. কোনটি কালবাচক ক্রিয়া বিশেষণ?
তিনি এখানে এসেছিলেন
ছেলেটি দ্রুত দৌড়ায়।
গতকাল তিনি এসেছেন
একটু ঘরে আসুন না
21454. 'বুনো' শব্দটির পদ কি?
বিশেষ্য
অব্যয়
বিশেষণ
কোনটিই নয়
21455. Identify the correct spelling.
Jurissdiction
Zurisdiction
Zuridiction
Jurisdiction
21456. 'হাতে হাতে ফল পাওয়া' বাক্যাংশে 'হাতে হাতে' হলো-
দ্বিরুক্ত শব্দদ্বৈত
ধ্বন্যাত্মক শব্দদ্বৈত
অনুকার শব্দদ্বৈত
কোনোটিই নয়
21457. বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি?
পাঁচটি
নয়টি
ছয়টি
কোনেটিই নয়
21458. শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি?
স্বরধ্বনি
ব্যঞ্জনধ্বনি
বর্ণ
পদ
21459. 'অলস' এর বিশেষ্য পদ কোনটি?
আলস্য
অলসতা
আলসে
আলসেমী
21460. নিচের কোনটি গুণবাচক বিশেষণের উদাহরণ?
চৌকস লোক
কালো মেঘ
নীল আকাশ
ভাজা মাছ