MCQ
22201. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
বিশেষণ ও ক্রিয়া
ক্রিয়া ও সর্বনাম
বিশেষ্য ও বিশেষণ
বিশেষ্য ও ক্রিয়া
22202. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
চলিত রীতি
কথ্য রীতি
লেখ্য রীতি
সাধু রীতি
22203. 'তৎসম' শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?
চলিত রীতি
মিশ্র রীতি
সাধু রীতি
আঞ্চলিক রীতি
22204. কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য?
গাম্ভীর্য ব্যাকরণ
অনুসরণ করে চলে
তৎসম শব্দের বহুল ব্যবহার
প্রমিত উচ্চারণ
22205. উপভাষা কোনটি?
সাহিত্যের ভাষা
পাঠ্যপুস্তকের ভাষা
অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা
লেখ্য ভাষা
22206. 'সাধুভাষা' পরিভাষাটি প্রথম ব্যবহার করেন-
রাজা মনিমোহন রায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রাজা রামমোহন রায়
অক্ষয় কুমার দত্ত
22207. সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি?
গুরুচণ্ডাল
অবোধ্য
গুরুগম্ভীর
দুর্বোধ্য
22208. ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় ---
চলিত ভাষারীতিতে
সাধু ভাষারীতিতে
আঞ্চলিক উপভাষায়
প্রমিত রীতি
22209. কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?
কথ্য ভাষা
আঞ্চলিক ভাষা
সাধু ভাষা
চলিত ভাষা
22210. বাংলা সাধু ভাষা বলতে বোঝায়-
সাধু পুরুষদের ব্যবহৃত ভাষা
তৎসম শব্দবহুল ভাষা রীতি
কবিতা রচনার ভাষা
প্রবন্ধ রচনার ভাষা
22211. চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?
আভিজাত্যের অধিকারী
পরিবর্তনশীল
গুরুগম্ভীর
অপরিবর্তনীয়
22212. বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে?
চলিত ভাষা
সাধু ভাষা
উপভাষা
মিশ্র ভাষা
22213. ভাষার কোন রীতি কৃত্রিমতা বর্জিত?
কথ্য রীতি
চলিত রীতি
সাধু রীতি
আঞ্চলিক রীতি
22214. নাটকের সংলাপে উপযোগী ভাষার কোন রীতি?
সাধু
আঞ্চলিক
চলিত
মিশ্র
22215. কোন লেখক চলিত ভাষাকে মান ভাষারূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
প্রমথ চৌধুরী
বুদ্ধদেব বসু
22216. চলিত ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি?
আভিজাত্যপূর্ণ
পদবিন্যাস সুনির্দিষ্ট
কাঠামো অপরিবর্তিত
কৃত্রিমতা বর্জিত
22217. সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?
দেশি
তৎসম
বিদেশি
তদ্ভব
22218. সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
নাটকের সংলাপে
গানের কলিতে
কবিতার পঙ্ক্তিতে
গল্পের বর্ণনায়
22219. ভাষার কোন রীতি পরিবর্তনশীল?
সাধু রীতি
চলিত রীতি
কথ্য রীতি
লেখ্য রীতি
22220. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-
তৎসম ও তদ্ভব শব্দের ব্যবহার
ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
শব্দের কথ্য ও লেখ্য রূপে
বাক্যের সরলতা ও জটিলতায়