MCQ
22661. 'তপোবন' এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
তপ+বন
তপঃ+বন
তপো+বন
তপ+উবন
22662. 'নাজ্জামাই' শব্দের যথার্থ সন্ধি-বিচ্ছেদ কোনটি?
নাতি+জামাই
নাত+জামাই
নাজ+জামাই
নাতিন+জামাই
22663. 'বর্জন' এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
বৃজ্+অন
ব+অর্জন
বুজ+অর্জন
বর+জন
22664. 'দর্শক' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ-
দৃ+অক
দৃশ+ষ্ণক
দৃশ্+অক
দৃ+শক্
22665. কোনটি শুদ্ধ বানান?
অদ্যপি
অদ্যাপি
অদ্যপী
অদ্যাপী
22666. 'রান্না' এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
রান+না
রাঁদ্+না
রান্ন+আ
রাঁধ+না
22667. কোনটি শুদ্ধ বানান?
অধ্যাবসায়
অধ্যাবশায়
অধ্যবসায়
অধ্যাবষায়
22668. 'মোড়ক' শব্দের সন্ধি-বিচ্ছেদ হবে-
মোড়+অক
মুড়ি+অক
মুড্+অক
মোড়+ক
22669. নিচের কোন বানানটি শুদ্ধ?
মনীষী
মনীষি
মনিষি
মনিষী
22670. 'সদাশয়' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
সদ+আশয়
সদা+শয়
সৎ+আশয়
সৎ+শয়
22671. কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয়-
১৯৩৫ সালে
১৯৩৬ সালে
১৯৩৭ সালে
১৯৩৯ সালে
22672. 'ক্ষুন্নিবৃত্তি' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক্ষুধা+নিবৃত্তি
ক্ষুণ+নিবৃত্তি
ক্ষুন্নি+বৃত্তি
ক্ষুধ+নিবৃত্তি
22673. 'মনোযোগ' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
মন+যোগ
মন+উৎ+যোগ
মনঃ+যোগ
মনো+যোগ
22674. কোনটি শুদ্ধ বানান?
আমাবশ্যা
অমাবস্যা
অমাবশ্যা
অমাবষ্যা
22675. 'অধোগতি' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
অধ+গতি
অধঃ+গতি
অধ+অগতি
অধঃ+অগতি
22676. বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানানই শুদ্ধ?
হাতি/হাতী
জাতি/জাতী
নারি/নারী
দাদি/দাদী
22677. 'ততোধিক' শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
তত+অধিক
ততঃ+অধিক
ততো+অধিক
কোনোটিই নয়
22678. কোন বানানটি শুদ্ধ?
অধগতি
অধোগতি
অধঃগতি
অধোঃগতি
22679. 'বৈঠক' শব্দের সন্ধি-বিচ্ছেদ হচ্ছে-
বৈঠ+ অক
বৈ+ঠক
বৈঠ+ক
বি+ঠক
22680. 'সদ্যোজাত' শব্দের সন্ধি-বিচ্ছেদ-
সৎ+জাত
সদ্যো+জাত
সদ্যঃ+জাত
সদ্য+জাত