Image
MCQ
2641. জনশূন্য এলাকায় স্থাপন করা উচিত-
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
ডিজেল বিদ্যুৎ কেন্দ্র
তাপবিদ্যুৎ কেন্দ্র
উইন্ডমিল বিদ্যুৎ কেন্দ্র
2642. কোন ধরনের পাওয়ার প্ল্যান্টের জন্য খরস্রোতা নদীর প্রয়োজন?
স্টিম পাওয়ার প্ল্যান্টের জন্য
ডিজেল পাওয়ার প্ল্যান্টের জন্য
উইন্ডমিল পাওয়ার প্ল্যান্টের জন্য
হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের জন্য
2643. কোন প্ল্যান্ট নির্বাচনে নুড়িপাথরের পর্যাপ্ত বিবেচনা করতে হয়?
জলবিদ্যুৎ কেন্দ্র নির্বাচনে
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্বাচনে
তাপবিদ্যুৎ কেন্দ্র নির্বাচনে
গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র নির্বাচনে
2644. কোন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কালে বিকল্প নদীর প্রয়োজন হয়?
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
পানিবিদ্যুৎ কেন্দ্র
গ্যাস টারবাইন কেন্দ্র
বাষ্পচালিত কেন্দ্র
2645. স্ট্যান্ডবাই লস নেই-
তাপবিদ্যুৎ কেন্দ্রের
ডিজেল বিদ্যুৎ কেন্দ্রের
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের
পানিবিদ্যুৎ কেন্দ্রের
2646. প্রাইভেট প্ল্যান্ট হিসেবে ব্যবহৃত হয়-
তাপবিদ্যুৎ কেন্দ্র
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
পানিবিদ্যুৎ কেন্দ্র
ডিজেল বিদ্যুৎ কেন্দ্র
2647. যেখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় সে স্থানে স্থাপন করা উচিত-
ডিজেল প্ল্যান্ট
পারমাণবিক প্ল্যান্ট
গ্যাস টারবাইন প্ল্যান্ট
উইন্ডমিল প্ল্যান্ট
2648. বাংলাদেশের প্রেক্ষিতে কোন ধরনের প্ল্যান্ট নির্বাচন যুক্তিযুক্ত?
ডিজেল বিদ্যুৎ কেন্দ্র
গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র
তাপবিদ্যুৎ কেন্দ্র
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
2649. পাওয়ার প্ল্যান্টের স্থান নির্বাচনে মাটির শক্ততা যাচাই করতে হয়-
কম্পনের জন্য
নিরাপত্তার জন্য
আওয়াজ কমানোর জন্য
পরিদর্শনের জন্য
2650. বাংলাদেশে উন্নতমানের কয়লার খনি আছে-
জামালপুরে
দিনাজপুরের বড় পুকুরিয়ায়
লালমনির হাটে
সীতাকুণ্ডে
2651. কোনটির ক্ষমতা বেশি হওয়া উচিত?
ডিজেল পাওয়ার প্ল্যান্ট
স্টিম পাওয়ার প্ল্যান্ট
হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট
সোলার পাওয়ার প্ল্যান্ট
2652. পিক লোড প্ল্যান্ট হিসেবে ব্যবহৃত হয়-
স্টিম প্ল্যান্ট
ডিজেল প্ল্যান্ট
উইন্ডমিল প্ল্যান্ট
এম.এইচ.ডি প্ল্যান্ট
2653. ক্যাচমেন্ট এরিয়া দরকার-
তাপবিদ্যুৎ কেন্দ্রের
পানিবিদ্যুৎ কেন্দ্রের
ওটাইডেল বিদ্যুৎ কেন্দ্রের
ভূগর্ভস্থ তাপবিদ্যুৎ কেন্দ্রের
2654. কোনটি স্থির খরচ?
কেন্দ্রের মূলধন
জ্বালানি খরচ
পুঁজি বিনিয়োগ চার্জ
কোনোটিই নয়
2655. কয়লা খনির কাছাকাছি স্থাপন করা উচিত-
তাপবিদ্যুৎ কেন্দ্র
গ্যাস টারবাইন কেন্দ্র
ডিজেল বিদ্যুৎ কেন্দ্র
সোলার বিদ্যুৎ কেন্দ্র
2656. ডিজেল প্ল্যান্ট নির্বাচন করা হয়, চাহিদা-
15 মেগাওয়াট হলে
20 মেগাওয়াট হলে
10 মেগাওয়াট হলে
30 মেগাওয়াট হলে
2657. বেস লোড প্ল্যান্ট হিসেবে ব্যবহৃত হয়-
তাপবিদ্যুৎ কেন্দ্র
উইন্ডমিল বিদ্যুৎ কেন্দ্র
এম.এইচ.ডি. প্ল্যান্ট
জ্বালানি সেল প্ল্যান্ট
2658. কোনটির স্থান নির্বাচনে বৃষ্টি বাদলের অবস্থা জরিপের প্রয়োজন?
স্টিম পাওয়ার প্ল্যান্ট
উইন্ডমিল পাওয়ার প্ল্যান্ট
হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট
পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট
2659. কোন প্ল্যান্ট স্থাপন করতে আন্তর্জাতিকভাবে সমর্থনের প্রয়োজন?
ডিজেল বিদ্যুৎ কেন্দ্রের
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের
তাপবিদ্যুৎ কেন্দ্রের
গ্যাস টারবাইন কেন্দ্রের
2660. পাওয়ার প্ল্যান্ট লোড সেন্টারের কাছাকাছি স্থাপন করতে হয়-
উৎপাদন খরচ কমানোর জন্য
পরিবহন লস কমানোর জন্য
পরিদর্শনে সুবিধার জন্য
বেশি পাওয়ার উৎপাদনের জন্য