Image
MCQ
2701. এয়ার প্রি-হিটার ব্যবহার করায় নিম্নের সুবিধা পাওয়া যায়-
কম্বাশন বা প্রজ্বলন প্রক্রিয়া সহজতর হয়
ফার্নেসের তাপমাত্রা বৃদ্ধি পায়
বয়লারের কার্যদক্ষতা বৃদ্ধি পায়
উভয়টি
2702. ফিল্ড লস নিম্নের কোনটির অন্তর্গত?
কপার লস
আয়রন লস
ম্যাগনেটিক লস
মেকানিক্যাল লস
2703. জরুরি ভিত্তিতে টারবাইন বন্ধের জন্য যে ভালভ ব্যবহৃত হয় তা হলো-
চেক ভালভ
ট্রিপ ভালভ
ফুট ভালভ
থ্রট ভালভ
2704. অল্প দূরত্বে সরবরাহের জন্য ব্যবহৃত হয়-
ফ্ল্যাট কম্পাউন্ডেড জেনারেটর
ওভার কম্পাউন্ডেড জেনারেটর
আন্ডার কম্পাউন্ডেড জেনারেটর
ক্রিটিক্যাল কম্পাউন্ডেড জেনারেটর
2705. একটি কয়েলের মধ্যে আর্মেচারের যতগুলো স্লট অন্তর্ভুক্ত হয়, তাকে বলে-
পোল পিচ
কয়েল পিচ
কয়েল স্প্যান
কমুটেটর পিচ
2706. বাষ্পশক্তি প্রকল্পের সার্বিক দক্ষতা হয়ে থাকে-
20% প্রায়
35% প্রায়
29% প্রায়
40% প্রায়
2707. পাশাপাশি দুটি কয়েলের ব্যবধানকে বলে-
পোল পিচ
কমুটেটর পিচ
কয়েল স্প্যান
কয়েল পিচ
2708. ডিজেল পাওয়ার প্ল্যান্টে ডিজেল ইঞ্জিন ব্যবহৃত হয়-
প্রাইম মুভার হিসেবে
তাপীয় ইঞ্জিন হিসেবে
ইঞ্জিন হিসেবে
ভেহিকেল হিসেবে
2709. নিচের কোন ইঞ্জিনটি পাওয়ার প্ল্যান্টে ব্যবহৃত হয় না?
ডিজেল ইঞ্জিন
পেট্রোল ইঞ্জিন
গ্যাস ইঞ্জিন
স্টিম ইঞ্জিন
2710. স্টিম পাওয়ার প্ল্যান্টকে প্রধান কয়টি সার্কিটে ভাগ করা হয়?
৩ টি
১ টি
৪ টি
৬ টি
2711. বয়লারের সবচেয়ে বেশি তাপ অপচয় হয়-
সুপারহিটারে
এয়ার প্রি-হিটারে
স্টিম উৎপাদনের কাজে
ওয়াটার হিটারে
2712. শান্ট জেনারেটর ভোল্টেজ উৎপাদনে ব্যর্থ হয়-
রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকলে
রেসিডুয়াল ম্যাগনেটিজম না থাকলে
শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স অত্যন্ত কম থাকলে
শান্ট ফিল্ড সাকিট 'ওপেন' না হলে
2713. স্টিম টারবাইনে রোটরকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে-
বিয়ারিং
রেড
স্টাফিং বক্স
সিল
2715. ল্যাপ ওয়াইন্ডিং-এ প্যারালেল পাথের সংখ্যা-
পোলের সংখ্যা অনুযায়ী
2টি
4টি
8টি
2717. কন্ডেন্সার ব্যবহার করায় বয়লারের জ্বালানি খরচ কম হয়-
25% প্রায়
35% প্রায়
30% প্রায়
40% প্রায়
2718. আয়রন লস নিম্নের কোনটির অন্তর্গত?
কপার লস
ম্যাগনেটিক লস
মেকানিক্যাল লস
উইন্ডেজ লস
2719. ল্যাপ ওয়াইন্ডিং-এর আর্মেচারের জেনারেটর হতে পাওয়া যায়-
উচ্চ কারেন্ট এবং নিম্ন ভোল্টেজ
উচ্চ কারেন্ট এবং উচ্চ ভোল্টেজ
নিম্ন কারেন্ট এবং নিম্ন ভোল্টেজ
নিম্ন কারেন্ট এবং উচ্চ ভোল্টেজ
2720. জেনারেটরের আবিষ্ট ই.এম.এফ.-এর সমীকরণ -
ϕZN/60 X A/P V
ϕZN X P/ 60A V
ϕZN /60 X A/P V
ϕZNP /120 X 1