Image
MCQ
27621. মাউথপিস অরিফিসের সাথে সংযোগ থাকে-
বাইরে
ভিতরে
ভিতরে ও বাইরে
কোনোটিই না
27622. আংশিক সাবমার্জড অরিফিসের মধ্য দিয়ে নির্গমনের সূত্র-
Q=Q1+ Q2
Q=av
Q= Q1/Q2
Q =a/v
27623. একটি আয়তাকার (rectangular) নালা থেকে পানির প্রবাহ সবচেয়ে বেশি হবে যখন নালাটির-
গভীরতা প্রন্থ থেকে দ্বিগুণ হবে
প্রস্থ গভীরতা থেকে দ্বিগুণ হবে
গভীরতা প্রন্থ থেকে তিনগুণ হবে
প্রস্থ গভীরতা থেকে তিনগুণ হবে
27624. তরলের আয়তনকে প্রবাহের হার দ্বারা ভাগ করে পাওয়া যায়-
Cd
Cr
Q
T
27625. অরিফিস হেডের অপচয় ও পানির হেডের অনুপাতকে বলে-
Cc
Ca
Cd
Cr
27626. বোর্ডার মাউথপিস আবিষ্কার করেন-
চার্লস
রুডলফ
অটো
বয়েস
27627. জেলা সড়কের পেভমেন্টের প্রন্থ সাধারণত কত মিটার হয়?
৪.২ মিটার
৭.২ মিটার
১১.৫ মিটার
কোনোটিই নয়
27628. তরল পদার্থ প্রবাহের সময় যে শক্তি অপচয় হয়, তাকে বলে-
বেগের লস
ওজনের লস
হেডলস
চাপের লস
27629. কো-ইফিসিয়েন্ট কন্ট্রাকশনের গড় মান-
0.6
0.74
0.64
0.62
27630. সড়কের পার্শ্ব থেকে ক্রাউন উচ্চতার সমীকরণ-
C=1/nxb/2
nxb/2
C = b/n
bn/2
27631. গ্রাম্য সড়কের পেভমেন্টের প্রস্থ কত মিটার?
৫.২ মিটার
১১.৫ মিটার
৩.৬৬ মিটার
১০.৫ মিটার
27632. পাইপ দিয়ে তরল প্রবাহের সময় ও শক্তি-
অপচয় হয়
বৃদ্ধি পায়
অপরিবর্তিত থাকে
উপরের সবকয়টি
27633. দীর্ঘ পাইপের ক্ষেত্রে নিম্নের কোন বাধা বেশি?
ঘর্ষণজনিত
বেগজনিত
প্রবেশের কারণে
চাপজনিত
27634. বিভিন্ন রকম প্রবাহ নির্ণয়ের জন্য নিচের কোন নচ প্রয়োজন?
আয়তাকার নচ
ভি-নচ
ট্রাপিজয়ডাল নচ
কোনোটিই নয়
27635. যখন কোনো অরিফিস দিয়ে তরল প্রবাহিত হতে থাকে-
√2gH
Cd√2gH
Cv√2gH
Cc√28H
27636. শোল্ডার বিস্তার সব শ্রেণির রাস্তার জন্য কত মিটার ধরা হয়?
২.৫ মিটার থেকে ৩ মিটার
২.৪ মিটার থেকে ৩ মিটার
৩ মিটার থেকে ৪ মিটার
৪ মিটার থেকে ৫ মিটার
27637. ভেনাকন্ট্রাক্টাতে জেটের প্রকৃত গতিবেগ ও কাল্পনিক গতিবেগকে বলা হয়-
Cc
Cr
Cv
Cd
27639. পাইপের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে ভিজা তলের পরিসীমা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায়, তাকে হাইড্রলিক-
গড় চাপ বলে
গড় ধাক্কা বলে
গড় পৃষ্ঠটান বলে
গড় গভীরতা বলে
27640. মাউথপিসের ধার-
অমসৃণ
রাফ
মসৃণ
তীক্ষ্ণ