Image
MCQ
362. নিম্নের কোনটি প্রজেক্টের Constrained নয়?
সুযোগ
সিসোর্স
প্রজেক্ট টিম
বাজেট
364. Standard Proctor test এ মাটিকে Compact করার জন্য ব্যবহৃত হাতুড়ির ওজন?
২.৫ কেজি
৩.৫ কোজ
৪.৫ কেজি
৫.৫ কেজি
367. বালি মাটির উপর ভিত্তি স্থাপনের অনুমোদনযোগ্য সর্বোচ্চ ডিফারেন্সিয়াল সেটেলমে -
৫ মিমি
১০ মিমি
২০ মিমি
২৫ মিমি
368. সিস্টেম সেফটি প্রক্রিয়া MORT এর পূর্ণরূপ
More observation and Repetitive training
More observation and Repetitive training
Management Oversight and risk tree
Management Objectives and Regulatory training
371. Be Effective stress 100kN/m² থেকে 200kN/m² বৃদ্ধি পেলে normally consolidated clay 10 mm settle হয়। যদি effective stress 200 kN/m² হতে 400kN/m² বৃদ্ধি পায় তাহলে একই clay soil এর settlement কত হবে ?
10 mm
20 mm
40 mm
কোনোটিই নয়
373. প্রজেক্ট নেটওয়ার্কে জমি Activity এর জন্য ব্যয়িত সময়-
উত্তরসূরি অ্যাকটিভিটির সময়।
শূণ্য
পূর্বসূরি অ্যাকটিভিটির সময়
কোনটিই নয়
374. Soil bearing capacity নির্ণয় করার জন্য plate load test ব্যবহৃত চতুর্ভুজাকৃতির বিয়ারিং প্লেটের সাইজ -
<300 mm
300 to 750 mm
750 mm to 1 m
> 1 m
375. Soil এর uniformity coefficient সর্বদা -
১ এর কম হবে
১ এর সমান হবে
১ এর চেয়ে ছোট বা সমান হবে
১ এর চেয়ে বেশি বা সমান হবে