Image
MCQ
5781. নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের কার্যপ্রণালির মিল রয়েছে-
ডিজেল জেনারেটরে
টার্বো অল্টারনেটরে
সোলার জেনারেটরে
গ্যাস জেনারেটরে
5782. বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
Bheramara
Pabna
Rooppur
Kushtia
5783. ডিজেল প্ল্যান্ট নির্বাচন করা হয়, চাহিদা-
15 মেগাওয়াট হলে
20 মেগাওয়াট হলে
10 মেগাওয়াট হলে
30 মেগাওয়াট হলে
5784. বাংলাদেশের সাভারে স্থাপিত পরমাণু গবেষণা চুল্লির ক্ষমতা-
1 মেগাওয়াট
3 মেগাওয়াট
2 মেগাওয়াট
4 মেগাওয়াট
5785. বিদ্যুৎ উৎপাদনের কাজ হয়ে থাকে-
কন্ডেন্সারে
টারবাইনে
শীতলকে
রিয়্যাক্টরে
5786. পানিবিদ্যুৎশক্তি উৎপাদন কেন্দ্রকে লোড সরবরাহ অনুসারে ভাগ করা হয়-
দু'ভাবে
চারভাবে
তিনভাবে
পাঁচভাবে
5787. গ্যাস টারবাইনে ব্যবহৃত সাইকেল-
অটো সাইকেল
ব্রেটোন সাইকেল
কারেন্ট সাইকেল
র‍্যাংকিং সাইকেল
5788. রক-ফিল বাঁধ হলো একপ্রকার-
রক-ফিল বাঁধ
আর্চ বাঁধ
মাটির বাঁধ
গ্রাভিটি বাঁধ
5789. কোন ধরনের পাওয়ার প্ল্যান্টের জন্য খরস্রোতা নদীর প্রয়োজন?
স্টিম পাওয়ার প্ল্যান্টের জন্য
ডিজেল পাওয়ার প্ল্যান্টের জন্য
উইন্ডমিল পাওয়ার প্ল্যান্টের জন্য
হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের জন্য
5791. সবচেয়ে বড় ধরনের নিউক্লিয়ার প্ল্যান্টের অবস্থান-
জাপানে
কানাডায়
রাশিয়ায়
আমেরিকায়
5792. গ্রাভিটি বাঁধ হলো একপ্রকার-
আর্চ বাঁধ
মাটির বাঁধ
বাট্রেস বাঁধ
ম্যাসনরি বাঁধ
5793. হিট এক্সচেঞ্জারের অপর নাম-
স্টিম জেনারেটর
রিয়্যাক্টর
কন্ডেন্সার
মডারেটর
5794. মধ্যম ক্ষমতাসম্পন্ন পানিবিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা থাকে-
10-99 কিলোওয়াট
100-999. কিলোওয়াট
1000-9999 কিলোওয়াট
1000-99999 কিলোওয়াট
5795. কোনটির ক্ষমতা বেশি হওয়া উচিত?
ডিজেল পাওয়ার প্ল্যান্ট
স্টিম পাওয়ার প্ল্যান্ট
হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট
সোলার পাওয়ার প্ল্যান্ট
5796. অল্প ক্ষমতাসম্পন্ন পানিবিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা থাকে-
100-999 কিলোওয়াট
100-9999 কিলোওয়াট
1000-99999 কিলোওয়াট
10-99 কিলোওয়াট
5797. ক্যাচমেন্ট এলাকাকে তার আকার অনুযায়ী সাধারণত ভাগ করা হয়-
দুই ভাগে
চার ভাগে
তিন ভাগে
পাঁচ ভাগে
5798. কোনটির স্থান নির্বাচনে বৃষ্টি বাদলের অবস্থা জরিপের প্রয়োজন?
স্টিম পাওয়ার প্ল্যান্ট
উইন্ডমিল পাওয়ার প্ল্যান্ট
হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট
পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট
5799. পারমাণবিক চুল্লিতে তাপ পরিবহনের জন্য কোন ধাতু ব্যবহৃত হয়?
সোডিয়াম
পটাশিয়াম
ম্যাগনেশিয়াম
জিংক
5800. বাষ্পবিদ্যুৎ কেন্দ্রে 'প্রাইম মুভার' হিসেবে ব্যবহৃত হয়-
স্টিম ইঞ্জিন,গ্যাস টারবাইন
স্টিম টারবাইন, গ্যাস টারবাইন
স্টিম ইঞ্জিন, আইসি ইঞ্জিন
স্টিম ইঞ্জিন, স্টিম টারবাইন