Image
MCQ
5801. স্টার্টিং সিস্টেমের কাজ হলো-
ক্র্যাঙ্কশ্যাফ্টকে ঘুরানো
ফ্লাইহুইলকে ঘুরানো
ইঞ্জিনকে ঘুরানো
ক্যামশ্যাফ্টকে ঘুরানো
5802. বেস লোড প্লান্ট হিসেবে ব্যবহৃত হয়-
তাপবিদ্যুৎ কেন্দ্র
এম.এইচ.ডি. প্লান্ট
জ্বালানি সেল প্লান্ট
উইন্ডমিল বিদ্যুৎ কেন্দ্র
5804. পাওয়ার প্ল্যান্টে ইঞ্জিন চালুর জন্য নিম্নের কোন সিস্টেম ব্যবহৃত হয়?
হস্তচালিত
সঙ্কুচিত এয়ার
মোটরচালিত
কার্টিজ
5805. যদি ডিসি মেশিনকে জেনারেটর হিসেবে চালনা করা হয়, তাহলে লোড বৃদ্ধির সাথে সাথে-
ঘূর্ণনের দিকে ব্রাশের অবস্থান এগিয়ে দিতে হয়
ঘূর্ণনের বিপরীত দিকে ব্রাশের অবস্থান পিছিয়ে দিতে হয়
ব্রাশের অবস্থান স্থির রাখতে হয়
কিছুই করতে হয় না
5807. নিউক্লিয়ারের কন্ডেন্সার রিয়‍্যাক্টরের তুলনায় কত শতাংশ তাপমাত্রা শোষণ করে?
50-55%
60-65%
30-35%
20-25%
5808. ইন্টারপোলে বেশি প্রবাহিত হয়-
আর্মেচার কারেন্ট
ফিল্ড কারেন্ট
ফিল্ড ও আর্মেচারের যৌথ কারেন্ট
ফিল্ড ও আর্মেচারের অন্তর কারেন্ট
5809. দুই স্ট্রোক ইঞ্জিনে নিম্নের কোন ডিগ্রি ক্র্যাঙ্কশ্যাফট অতিক্রম করে শক্তি উৎপন্ন করে?
180°
360°
540°
720°
5810. নিচের কোনটি ডিজেল প্ল্যান্টের সুবিধা?
স্থানান্তরযোগ্য
জায়গা কম লাগে
আকারে ছোট
উপরের সব ক'টি
5811. এডি কারেন্ট লস-
ফ্রিকুয়েন্সির সমানুপাতিক
ফ্রিকুয়েন্সির ১.৬ পাওয়ারের সমানুপাতিক
ফ্রিকুয়েন্সির বর্গের সমানুপাতিক
সর্বোচ্চ ফ্লাক্সের সমানুপাতিক
5814. শান্ট জেনারেটরের ভোল্টেজ সৃষ্টির জন্য কোনটি পর নয়?
পোলে রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকতে হবে
পোলে রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকতে হবে
মেশিনকে লোড দিয়ে চালাতে হবে
ফিল্ড রেজিস্ট্যান্স ক্রিটিক্যাল অপেক্ষা কম হতে হবে
5815. ডিসি জেনারেটরের গতিবেগ কমানো যায়, যদি-
আর্মেচারের গতিবেগ কমানো যায়
এয়ার-গ্যাপের ফ্লাক্স ডেনসিটি বাড়ানো যায়
ফিল্ড ওয়াইন্ডিং-এর প্যাঁচের সংখ্যা কমানো যায়
আর্মেচার এবং ফিল্ড পোলের মাঝে এয়ার-গ্যাপ বাড়ানো যায়
5816. পারমাণবিক চুল্লিতে কন্ট্রোল রড কী দিয়ে গঠিত?
মরিচা রোধের ইস্পাত
গ্রাফাইট
প্লুটোনিয়াম
ক্যাডমিয়াম
5817. সুপারচার্জার ব্যবহার করায় ইঞ্জিনের-
দক্ষতা বৃদ্ধি পায়
নয়েজ কমে যায়
চার্জ বৃদ্ধি পায়
ধোঁয়া বেড়ে যায়
5818. নিউক্লিয়ারের মডারেটরে কী ব্যবহার করা হয়?
বোরন
টিউটরিয়াম
পানি
গ্রাফাইট
5820. লোড বাড়ার সাথে সাথে শান্ট জেনারেটরের-
টার্মিনাল ভোল্টেজ কমতে থাকে
কারেন্ট বাড়তে থাকে
আর্মেচার রিয়্যাকশন বাড়তে থাকে।
সব ক'টিই সত্য