ব্যাখ্যা: পারমাণবিক জ্বালানির চেইন রিয়্যাকশন শুরু করা, চাহিদা মোতাবেক শক্তি উৎপাদন এবং প্রয়োজনবোধে চেইন রিয়্যাকশন বন্ধ করাই কন্ট্রোল রডের কাজ। কন্ট্রোল রড সাধারণত ক্যাডমিয়াম, বোরন এবং হাফনিয়াম ধাতুর তৈরি।
795. স্টিলে কোন উপাদান মিশ্রিত করলে ক্ষয়রোধ ক্ষমতা, কাঠিন্যতা, শক্তি এবং তাপে স্টিল লাল বর্ণ হলেও কাটিং-এর গুণ অক্ষুন্ন থাকে?