Image
MCQ
721. কোন ধরনের রেখা থেকে অফসেট নিয়ে নকশায় জমির প্লটগুলো চিহ্নিত করা হয়?
মোরকা রেখা
সিকমি রেখা
পরতাল রেখা
শটান রেখা
724. বর্তমানে কোনটির সাপেক্ষে বাংলাদেশের জি.টি.এস. স্থাপন করা হয়েছে--
করাচি
কক্সবাজার গড় সমুদ্র সমতল
ভারত মহাসাগর
আরব সাগর
726. নকশায় দাগ নম্বর বসানোর কাজ আরম্ভ করতে হয়-
উত্তর- পূর্ব কোণ থেকে
উত্তর- পশ্চিম কোণ থেকে
দক্ষিণ পূর্ব কোণ থেকে
দক্ষিন পশ্চিম কোণ থেকে
727. কলিমেশন রেখা বলতে বুঝায়--
ডায়াফ্রামের ক্রস হেয়ারের ছেদবিন্দু এবং অভিলক্ষ কাচের আলোক কেন্দ্রে সংযোগকারী রেখা
অভিলক্ষ কাচের আলোক কেন্দ্র এবং অভিলক্ষের কেন্দ্রের সংযোগকারী রেখা
বাবুল টিউবের লম্বালম্বি বাঁকের মধ্যবিন্দুর কাল্পনিক স্পর্শক
যন্ত্রটি যে অক্ষকে কেন্দ্র করে অনুভূমিক তলে ঘোরে
728. বড় আকৃতির পাথর খুঁতে চিহ্নিত করা হয়-
মহকুমা সীমানা
ত্রি- সীমানা
প্রাদেশিক সীমা
বাড়ির সীমানা
729. দাহী বন্টনের উদ্দেশ্য-
ভূমি বণ্টন
ভূমি স্বত্ব নির্ধারণ
ভূমির সাম্য বণ্টন
ভূমির শ্রেণিবিন্যাস
732. If there are two canals taking off from each flank of a river, then there will be
One divides wall and one under-sluice
One divides wall and two under-sluices
Two divide walls and one under-sluice
Two divide walls and two under-sluices
734. অথচ পাক ভারত উপমহাদেশে কোনটির সাপেক্ষে জি.টি.এস, স্থাপন করা হয়েছিল--
করাচির গড় সমুদ্র সমতল
কক্সবাজার
ভারত মহাসাগর
আরব সাগর
737. ইটের পিলার দিয়ে চিহ্নিত করা হয়?
মহকুমা সীমানা
বিরোধপূর্ণ সীমানা
ত্রি সীমানা
প্রাদেশিক সীমানা
738. Pick up correct statement from the following:
The air from outer portion of cyclones gets lifted for causing precipitation
The air from central portion of cyclone's gets lifted for causing precipitation
The air from entire surface of the cyclones gets lifted for causing precipitation
None of those
739. কাজের বিরতিতে বা দিনের কাজের সমাপ্তিতে যে বেঞ্চ মার্ক স্থাপন করা হয় তাকে বলে-
জি.টি.এস
স্থায়ী
ধার্যকৃত
অস্থায়ী