EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
8701. slab এ clear cover সর্বনিম্ন কত রাখা উচিত?
10
18
15
কোনটিই না
ব্যাখ্যা: তথ্য: ACI কোড অনুযায়ী, স্ল্যাব এবং দেয়ালের জন্য সর্বনিম্ন = 1.5 সে.মি. = 15 মি.মি.
8702. which one is correct?
there are tigers in Sundarban
many tigers of Sundarbans
there are many tigers in the Sundarbans
There are many tiger in the sundorbans
8706. সার্কের সদর দপ্তর কোথায়?
ভারত
পাকিস্তান
শ্রীলঙ্কা
নেপাল
ব্যাখ্যা: তথ্য: এটি অর্থনৈতিক, প্রযুক্তিগত, সামাজীক, সাংস্কৃতিক এবং উন্নয়নের যৌথ আত্মনিভরশীলতা জোর নিবেদিত। সাকেব প্রতিষ্টাতা সদস্য সমূহ হল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপার, মালদ্বীপ, ভুটান এবং ২০০৭ সালে আফগানিস্তান সাকেব সদস্য পদ লাভ করে। নেপালের রাজধানী কাঠমান্ডু সাকের সদর দফতর অবস্থিত।
8708. যে রোগে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংশ হয়?
কোভিড ১৯
এইডস
জন্ডিস
ধনুষ্টংকর
ব্যাখ্যা: তথ্য: এইডস বা এইটআইভি মানব প্রতিরক্ষা অভাবসৃষ্টিকারী ভাইরাস নামক ভাইরাসের কারণে সৃষ্টি একটি রোগলক্ষণসমষ্টি। যা মানুষের দেহে রোগ- প্রতিরোধের ক্ষমতা বা প্রতিরক্ষা হ্রাস করে।
8709. পোর্টল্যান্ড সিমেন্টে জিপসাম যোগ করার কারণ---
shorten the setting time of cement
lengthen the setting time of cement
decrease the burning temperature
decrease the grinding time
ব্যাখ্যা: তথ্য: জিপসাম সিমেন্টের জমাট বাধার সময় নিয়ন্ত্রণ করে। জিপসাম সিমেনেন্টর সেটিং এ্যাকশন এর গাতকে রোধ করে সেটিং টাইম বৃদ্ধি করে। জিপসাম সিমেন্টের Flash setting রোধ করে।
8710. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
সিংহাসন
কানাকানি
ভাই বোন
গাছপাকা
8711. আর বি প্ল্যাবের আর সি সি এর তুলনায় খরচ কম-
25%
45%
40%
50%
8713. এক প্রান্ত আবদ্ধ এবং এক প্রান্ত মুক্ত কলামের কার্যকরী দৈর্ঘ্য হবে?
2L
L
½
1/1
8714. মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস আগুনের পরশমনি কার লেখা?
আমজাদ হোসেন
শওকত ওসমান
হুমায়ুন আহমেদ
সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা: তথ্য: হুমায়ুন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো- আগুনের পরশমনি, দেয়াল ও শ্যামল ছায়া। শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো- জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য, দুই সৈনিক, জলাঙ্গী। সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থঃ নীলদংশন, নিষিদ্ধ লোবান, পায়ের আওয়াজ পাওয়া যায়।
8715. বিষাদ সিন্দু কার রচনা?
কায়কোবাদ
মীর মোশারফ হোসেন
মোজাম্মেল হোসেন
ইসমাইল হোসেন সিরাজী
ব্যাখ্যা: তথ্য: কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু উপন্যাসের রচয়িতা মীর মোশারফ হোসেন। সৈয়দ মীর মোশারফ হোসেন (নভেম্বর ১৩-১৮৪৭ - ডিসেম্বর ১৯-১৯১১) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক।
8716. which one is correct?
if you do noy read properly you will fail
if you will not read properly you will fail
if you do not reads you will fail
Read properly not to failed
8718. অসমাপ্ত আত্মজীবনী কার লেখা?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
শেখ হাসিনা
এ কে ফজলুল হক
আব্দল হামিদ খান ভাসানী
ব্যাখ্যা: তথ্য: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি ১৯৬৬-৬৯ সালে লেখা হয়। চারটি খাতায় লিখে রাখা সেই খন্ডিত জীবন নিয়েই ১৮ জুন ২০১২ গ্রন্থটি প্রকাশিত হয়।
8719. সাধারন সিমেন্টের চূড়ান্ত জমাটবদ্ধতার সময় কত এর বেশি হওয়া উচিত নয়-
2 hours
4 hours
8 hours
10 hours
8720. নীলদর্পন নাটকটির বিষয়বস্তু কী?
নীলকরদের অত্যাচার
ভাষা আন্দোলন
অসহযোগ আন্দোলন
তে-ভাগা আন্দোলন
ব্যাখ্যা: তথ্য: উনবিংশ শতাব্দীর মধ্যভাগে নীলকরদের অত্যাচারে পীড়িত সাধারন কৃষক-জীবনের মর্মাক্তক ছবি নীল দর্পণ নাটক প্রকাতি হয়। গ্রন্থটির ইংরেজী অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত।