8706. সার্কের সদর দপ্তর কোথায়?
ব্যাখ্যা: তথ্য: এটি অর্থনৈতিক, প্রযুক্তিগত, সামাজীক, সাংস্কৃতিক এবং উন্নয়নের যৌথ আত্মনিভরশীলতা জোর নিবেদিত। সাকেব প্রতিষ্টাতা সদস্য সমূহ হল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপার, মালদ্বীপ, ভুটান এবং ২০০৭ সালে আফগানিস্তান সাকেব সদস্য পদ লাভ করে। নেপালের রাজধানী কাঠমান্ডু সাকের সদর দফতর অবস্থিত।