MCQ
10161. খনার বচন – এর মূলভাব কী?
লৌকিক প্রণয়সংগীত
সামাজিক মঙ্গলবোধ
রাষ্ট্র পরিচালনা নীতি
শুদ্ধ জীবনযাপন রীতি
10162. তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!' বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?
অনুকার অব্যয়
পদান্বয়ী অব্যয়
অনুসর্গ অব্যয়
অনন্বয়ী অব্যয়
10163. কোনটি অপাদান কারক?
গৃহহীনে গৃহ দাও
জিজ্ঞাসিব জনে জনে
বনে বাঘ আছে
ট্রেন স্টেশন ছেড়েছে
10164. রবীন্দ্রনাথ ঠাকুরের কৌতুক নাটক হচ্ছে:
জামাই বারিক
বিবাহ-বিভ্রাট
হিতে বিপরীত
বৈকুণ্ঠের খাতা
10165. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায়?
বিশেষ্য ও ক্রিয়া
বিশেষণ ও ক্রিয়া
বিশেষ্য ও বিশেষণ পদে
ক্রিয়া ও সর্বনাম
10166. বিভক্তিহীন নাম-শব্দকে কী বলে? নাম-
পদ
মৌলিক শব্দ
কৃদন্ত শব্দ
প্রাতিপদিক
10167. কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?
অজানা
দোতলা
আশীবিষ
কানাকানি
10168. বেদান্ত গ্রন্থ' ও 'বেদান্ত সার' কার রচনা?
গোলকনাথ শর্মা
রামরাম বসু
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
রাজা রামমোহন রায়
10169. Panacea means-
Pancreatic
widespread disease
gland
Cure-all
10170. 'Hand out'- এর বাংলা পরিভাষা হচ্ছে
হস্তপত্র
তথ্যপত্র
প্রচারপত্র
জ্ঞাপনপত্র
10171. জীবনানন্দ দাশকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেন কে?
বিষ্ণু দে
রবীন্দ্রনাথ ঠাকুর
সৈয়দ শামসুল হক
বুদ্ধদেব বসু
10172. বাঁধনহারা' কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
ভ্রমণ কাহিনি
উপন্যাস
নাটক
কবিতা
10173. 'আগুন'- এর সমার্থক শব্দ কোনটি?
ভাতি
অংশু
জ্যোতি
অনল
10174. The warning of the authority falls on deaf ears. Here 'warning' does the function of_
adverb
adjective
verb
noun
10175. কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?
উপনেতা
উপগ্রহ
উপসাগর
উপভোগ
10176. নিচের কোনটি যৌগিক উদাহরণ নয়?
করেছি
করছি
করব
কর
10177. সরল' শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
বক্র
কুটিল
জটিল
গরল
10178. মীর মশারফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে:
আলালের ঘরের দুলাল
হুতোম প্যাচার নক্সা
কলিকাতা কমলালয়
গাজী মিয়ার বস্তানী
10179. তাম্বুলিক' শব্দের সমার্থক নয় কোনটি?
বারুই
পানব্যবসায়ী
পর্ণকার
তামসিক
10180. বেগম রোকেয়া গ্রন্থ কোনটি?
পদ্মমণি
পদ্মাবতী
পদ্মগোখরা
পদ্মরাগ