Image
MCQ
12281. নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম বাঙালি কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
ফজলে হাসান আবেদ
মুহম্মদ ইউনুস
অমর্ত্য সেন
12282. কোন ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেনকে নোবেল পুরস্কার দেয়া হয়েছে?
উন্নয়ন অর্থনীতি
আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব
কল্যাণ অর্থনীতি
মজুরি তত্ত্ব
12286. নিচের কোন বিজ্ঞানী পদার্থ ও রসায়ন শাস্ত্রে মোট দুবার নোবেল পুরস্কার লাভ করেন?
জন বার্ডেন
লিনাস পাউলিং
ফ্রেডারিক স্যাঙ্গার
মাদাম কুরি
12287. জন্মসূত্রে বাঙালি যে অর্থনীতিবিদ নোবেল পুরস্কার পান তাঁর নাম-
ড. ইউনূস
সামসুল হক
রহমান মোল্লা
অমর্ত্য সেন
12288. নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাবা নিচের কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন?
ঢাকা বিশ্ববিদ্যালয়
কল্যাণী বিশ্ববিদ্যালয়
যাদবপুর বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়
12289. ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কততম বাঙালি নোবেল বিজয়ী?
প্রথম
তৃতীয়
চতুর্থ
দ্বিতীয়
12290. কোন সংস্থা ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?
UNESCO
FAO
WFP
UNICEF
12291. যে প্রতিষ্ঠান ৩ বার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে –
আইসিআরসি
ইউনিসেফ
ইউএনএইচসিআর
আইওএম
12292. নোবেল বিজয়ী মালালা ইউসুফ জাই কোন দেশের নাগরিক?
ভারত
বাংলাদেশ
পাকিস্তান
নেপাল
12293. ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কোন সংস্থা?
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল
বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা
রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা
জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা
12294. সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
কৈলাশ সত্যার্থী
প্রফেসর আব্দুস সালাম
মালালা ইউসুফজাঈ
রবীন্দ্রনাথ ঠাকুর
12298. কোন বৈজ্ঞানিক সর্বপ্রথম দুইবার নোবেল পুরস্কার পান?
মেরি কুরি
আলবার্ট আইনস্টাইন
স্যার আইজাক নিউটন
আলেকজান্ডার গ্রাহাম বেল
12299. পাকিস্তান নারী শিক্ষাব্রতী হিসেবে পরিচিত তালেবানদের গুলিতে আহত কিশোরী—
মালালা এবাদি
মালালা জারদারী
মালালা ইউসুফজাই
মালালা আফসুন
12300. কোন সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা নোবেল পুরস্কার পেয়েছিল?
১৯২৬ সালে
১৯৬৯ সালে
১৯৩৩ সালে
১৯৮৯ সালে