MCQ
1261. ডিরেকশনাল সলিডিফিকেশন (Directional Solidification) কমানোর জন্য ব্যবহার করা হয়-
চিলস
চ্যাপলেট
ক ও খ
কোনোটিই নয়
1262. কোর ক্যাভিটির উপর গঠিত গ্যাস পকেটকে কী বলে?
ব্লো-হোল
হটটিয়ার
কোর ব্লো
শিফট
1263. মোল্ডিং স্যান্ডের স্পেসিফিকেশনে কী কী উল্লেখ করতে হয়?
আর্দ্রতার পরিমাণ
সিলিকা দানার আকার-আকৃতি
কাদার পরিমাণ
উপরের সব কয়টি
1264. নিচের কোনটি অজৈব বাইন্ডার?
গোবর
ডেক্সট্রিন
সার
জিপসাম
1265. মোল্ডিং দেয়াল ভেদ করে কিছু পরিমাণ গলিত ধাতু ভিতরে গেলে কী হয়?
মেটাল পেনিট্রেশন
ফিউশন
শিফট
কোনোটিই নয়
1266. নিচের কোনটি অজৈব বাইন্ডার?
ফায়ার ক্লে
সিলিকেট
বেনটোনাইট
সবকয়টি
1267. পারমিয়্যাবিলিটির একক কী?
m/kg
mg/m²
cc/min
কোনোটিই নয়
1268. বালির দানা সূক্ষ্ম হলে পারমিয়্যাবিলিটি নাম্বার-
কম
মাঝামাঝি
বেশি
সবগুলো
1269. গলিত ধাতুর অপদ্রব্য দ্বারা সৃষ্ট ত্রুটি-
সংকোচন
ব্লো-হোল
কোর-ব্লো
স্ল্যাগ হোল
1270. অ্যাডিটিভস কত প্রকার?
৮ প্রকার
৬ প্রকার
২ প্রকার
৪ প্রকার
1271. মোল্ডিং বালিতে কোন উপাদান বেশি পরিমাণে থাকে?
অ্যালুমিনা
ম্যাঙ্গানিজ অক্সাইড
পানি
সিলিকা
1272. লোহার পাইপ তৈরি করা হয় কোন প্রক্রিয়ায়?
ডাই কাস্টিং
স্ল্যাশ কাস্টিং
সেন্ট্রিফিউগ্যাল কাস্টিং
কোনোটিই নয়
1273. নিচের কোনটি জৈব কোর বাইন্ডার?
রেজিন
চিটাগুড়
পিচ
সবকয়টি
1274. নিচের কোনটি ফেসিং অ্যাডিটিভস-এর উপাদান?
পারলাইট
গ্রাফাইট
ফুয়েল
উড ফ্লাওয়ার
1275. কোর ওভেনে তাপ প্রয়োগের জন্য কী ব্যবহার করা হয়?
কয়লা
কোক
গ্যাস
সবকয়টি
1276. নিচের কোনটি কুশন অ্যাডিটিভস-এর উপাদান?
কাঠের গুঁড়া
সিলিকা
সী-করলা
গ্রাফাইট
1277. 1cm উচ্চতা ও 1 cm² ক্ষেত্রফলবিশিষ্ট নমুনা বালির ভিতর 1gm/cm² দিয়ে চাপে প্রতি মিনিটে যত cm^3 আয়তন বাতাস বের হয় তা নির্দেশ করে—
কোহেসিভনেস
পারমিয়্যাবিলিটি
অ্যাডহেসিভনেস
কোনোটিই নয়
1278. কোর প্রস্তুত করতে মিশ্রণে কত ভাগ সিলিকা থাকে?
৭৫ ভাগ
৮০ ভাগ
২৫ ভাগ
৫০ ভাগ
1279. নিচের কোনটি কোর তৈরির বাইন্ডার?
রেজিন
ফায়ার ক্লে
কাঠের গুঁড়া
সবকয়টি
1280. ঢালাইলোহার ক্ষেত্রে বালির পারমিয়্যাবিলিটি কত হওয়া উচিত?
20-30.cc/min
40-50 cc/min
30-40 cc/min
50-60 cc/min