1317. প্যাটার্নে মেশিনিং-এর জন্য কী ধরনের অ্যালাউন্স রাখা হয়?
ব্যাখ্যা: ১। সংকোচন অ্যালাউন্স (Shrinkage allowance) : ঢালাই কার্যে ছাঁচের মধ্যে গলিত ধাতু যখন ঠান্ডা হয়ে জমাট বাঁধতে শুরু করে তখন এটি কিছুটা সংকুচিত হয়। এতে আকার ছোট হয়ে যায় বলে তা ঠিক রাখার উদ্দেশ্যে প্যাটানটি কিছুটা বড় করে তৈরি করা হয়।
২। ফিনিশিং অ্যালাউন্স (Finishing allowance or machining allowance): সাধারণত ঢালাইকৃত বস্তুর তল মসৃন থাকে না। তাই এ তলকে মসৃণ করার জন্য মেশিনিং করা হয়। অতএব, মেশিনিং এর জন্য প্যাটার্নে যে অ্যালাউন্স রাখা হয়, তাকে মেশিনিং বা ফিনিশিং অ্যালাউন্স বলে।
৩। ড্রাফ্ট অ্যানাউন্স (Drofi allowance or taper allowance) 2 অনেক সময় মোল্ড হতে প্যাটার্নকে উত্তোলন করতে গেলে মোল্ডের কিনারা ভেঙে যেতে পারে। প্যাটার্নের খাড়া তলটি নিচের দিকে সত এরে এ অসুবিধা অনেকাংশে দূর করা যায়। সুতরাং, মোল্ডের ক্ষতিসাধন না করে সহজেই মোল্ড হতে প্যাটার্নকে তুলে আনার জন্য প্যাটার্নে যে অ্যালাউন্স রাখা হয়, তাকে ড্রাফট বা টেপার অ্যালাউন্স বলে।
৪। র্যাপিং বা শেকিং অ্যালাউন্স (Rapping or shaking allowance) : মোল্ড হতে প্যাটার্নকে উত্তোলনের পূর্বে প্যাটার্নের পিঠে ড্র পিন (Draw Pin of Draw-spide) আটকিয়ে প্যাটার্নটিকে কিছুটা নড়াচড়া করানো হয়। একে মোল্ডটি একটি বড় হয়ে প্যাটার্নকে সহজে বাইরে উঠিয়ে আনতে সাহায্য করে। এ কারণে মোন্ডটি নির্দিষ্ট মাপ অপেক্ষা কিছুটা বড় (tightly increase in size হয়ে যায়। এ কারণে উৎপাদিত ঢালাই বস্তুটি বড় হয়ে যায়। এ অসুবিধা দূর করার জন্য প্যাটানটি খানিকটা ছোট করে তৈরি করা হয়। সাধারণত ড্রাফট অ্যানাউন্স বাড়িয়ে শেকিং অ্যানাউন্স বিয়োগ করা হয় বলে একে নেগেটিভ আলাউল (Negeme allowance)- বলা যেতে পারে।
৫। বিকৃতি অ্যালাউন্স (Distortion or camber allowance) অনেক সময় ঢালাইকৃত বন্ধুর আকার, আকৃতি ও ব্যবহৃত ধাতুর কারণে ঢালাই ঠান্ডা হওয়ার সময় মুচড়িয়ে বা বিকৃত হয়ে যেতে পারে। বস্তুটির বিভিন্ন অংশে বিভিন্ন সংকোচন (Uneven shrinkage) বা ধাতুর পুরুত্ব বা জায়গায় সমান না থাকার কারণে এ বিকৃতি ঘটতে পারে বা বস্তুটি বেঁকে যেতে পারে। এরূপ বেঁকে যাবার ধরন লক্ষ রেখে যেদিকে বেঁকে যায় তার বিপরীত দিকে অল্প একটু বাঁকা করে প্যাটার্ন তৈরি করা হয়। একে বিকৃতি অ্যালাউন্স বলে।