Image
Image
সিভিল ডিপার্টমেন্টের জন্য সেরা MCQ বই

 

সিভিল ডিপার্টমেন্টের জন্য সেরা MCQ বইয়ের নাম Instructor's Civil Engineering MCQ Book Written By Himalay Sen স্যার ও অন্যান্য লেখক।সিভিল ডিপার্টমেন্টের জন্য 📍বর্তমান বাজারের শ্রেষ্ঠ বই📍 Instructor Civil Engineering MCQ বই। যদি বিশ্বাস না হয়, তাহলে এই বইটিকে Civil Department এর অন্য সকল MCQ বইয়ের সাথে তুলোনা করে দেখুন তারপরে বই কিনুন।

কেন বইটি বর্তমান বাজারের শ্রেষ্ঠ বই:

১. বইটিতে বিষয় ভিত্তিক MCQ তে সাজানো আছে। সিভিল ডিপার্টমেন্টের সবগুলোই সাবজেক্টের MCQ সাবজেক্ট ভিত্তিক সাজানো আছে।

২. প্রত্যেকটি MCQ এর পাশে সেটি কোন পরীক্ষায় এসেছে তা দেখানো হয়েছে।

৩. প্রত্যেকটা MCQ এর উত্তর ব্যাখ্যা সহ দেওয়া হয়েছে।

৪. ব্যাখ্যার পাশাপাশি প্রত্যেকটা MCQ এর নিচে অনেকগুলো অনুরুপ প্রশ্ন-উত্তর দেওয়া আছে যা বইটিকে অনন্যা করে তুলেছে।

৫. ইংরেজি প্রশ্ন থাকলে তা বাংলায় অনুবাদ করে দেখানো হয়েছে।

৬. বইটি বাজারে আনার কিছু দিনের মধ্যে প্রথম প্রিন্টিং কপি শেষ হয়ে গেছে। এখন আবার প্রিন্ট করে মার্কেটে ছাড়া হয়েছে।

এছাড়াও বইটি ভালো করে দেখলে বুঝতে পারবেন এই বইটি অন্য সকল বই থেকে কেন আমি শ্রেষ্ঠ বলছি।

বইটার প্রাইস - ৩৫০ টাকা

যারা আমার এই Instructor's Civil Engineering MCQ Book বইটি অনলাইনে কিনতে চান তারা নিচের নাম্বারে যোগাযোগ করুন। আমার (Himalay Sen Sir) এর পরিচয় দিয়ে অর্ডার দিন, কুরিয়ারে আপনার কাছে বই পৌঁছে দিবে।

কুরিয়ার ফোন নংঃ ০১৭৩৪১১৬২৮১

 

বইটি নিয়ে আমার রিভিউ ভিডিওটা দেখুনঃ  ভিডিও