
বিভিন্ন ডিপার্টমেন্টে জুনিয়র ইনস্ট্রাক্টর সহ বিপিএসসি নন ক্যাডার বিভিন্ন পদে সার্কুলার। যারা শিক্ষক হতে চান দ্রুত পড়ার টেবিলে বসে যান। প্রস্তুতি সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসায় নক দিতে পারেন। নিচে আমার সাথে যোগাযোগ এর নিম্বির দিয়েছিঃ
জুনিয়র ইনস্ট্রাক্টর [টেক/ডাটা টেলি কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং] ০৩টি অস্থায়ী পদ।
জুনিয়র ইনস্ট্রাক্টর [টেক/কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি] ০৫টি অস্থায়ী পদ
জুনিয়র ইনস্ট্রাক্টর [টেক/কেমিক্যাল] ০১টি অস্থায়ী পদ
জুনিয়র ইনস্ট্রাক্টর [টেক/আর্কিটেকচার] ০৫টি অস্থায়ী পদ
জুনিয়র ইনস্ট্রাক্টর [টেক/জেনারেল ইলেকট্রনিক্স] ৯০টি অস্থায়ী পদ
জুনিয়র ইনস্ট্রাক্টর [টেক/ফার্সমেশিনারী। ১৫৩টি অস্থায়ী পদ
জুনিয়র ইনস্ট্রাক্টর [রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং] ৮৯টি অস্থায়ী পদ।
জুনিয়র ইনস্ট্রাক্টর [টেক/ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন] ৬০টি অস্থায়ী পদ।
জুনিয়র ইনস্ট্রাক্টর [টেক/ ফিশ কালচার এন্ড ব্রিডিং। ৩৮টি অস্থায়ী পদ।
জুনিয়র ইনস্ট্রাক্টর [টেক/ সিভিল কন্ট্রাকশন এন্ড সেফটি] ২০টি অস্থায়ী পদ।
জুনিয়র ইনস্ট্রাক্টর [টেক/ মেশিন অপারেশন বেসিকস ১৯টি অস্থায়ী পদ
জুনিয়র ইনস্ট্রাক্টর [টেক/ পোল্ট্রি রিয়ারিং এন্ড কার্নিং] ৪০টি অস্থায়ী পদ।
জুনিয়র ইনস্ট্রাক্টর [টেক/কম্পিউটার) ১০ম গ্রেড, ৮১টি অস্থায়ী পদ।
জুনিয়র ইনস্ট্রাক্টর [টেক/প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং] ৬৪টি অস্থায়ী পদ
এছাড়াও আরো অনেক পর আছে বিস্তারিত সার্কুলার দেখুন এই লিংকেঃ https://web.facebook.com/share/p/1GYPbeMc3J/
বেতন: ১০ম গ্রেড
স্কেল: টাকা ১৬০০০-৩৮৬৪০ টাকা
আবেদন শুরুঃ ২১/০৯/২০২৫ ইং, দুপুর ১২ টা ।
আবেদন শেষঃ ২০/১০/২০২৫ ইং, সন্ধ্যা ৬ টা ।
আবেদন লিংকঃ http://bpsc.teletalk.com.bd/ncad
আবেদন ফিঃ ২০০ টাকা
উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য Himalay Sen, স্যারের নতুন অনলাইন ব্যাচে যুক্ত হোন। নতুন ব্যাচে ক্লাস শুরু হবে ৮ তারিখ থেকে রাত ৯ টায়। ব্যাচে যুক্ত হতে সরাসরি স্যারের ফেসবুক আইডিতে মেসেজ করুনঃ https://www.facebook.com/himalaysen.sujon