Image
Image
পানি উন্নয়ন বোর্ড (BWDB) এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (সহকারী প্রকৌশলী/ উপ-সহকারী প্রকৌশলী)

 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (BWDB)

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি – ২০২৫ (সহকারী প্রকৌশলী/ উপ-সহকারী প্রকৌশলী)

 

১। সহকারী প্রকৌশলী (পুর)

বেতন গ্রেড: ৯

স্কেল: টাকা ২২০০০-৫৩০৬০

দ সংখ্যাঃ  ৫০ (পঞ্চাশ) টি

 

২। সহকারী পরিচালক (প্রশাসন)

বেতন গ্রেড: ৯

স্কেল: টাকা ২২০০০-৫৩০৬০

দ সংখ্যাঃ  ৬ টি

 

৩।  উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (পুর)/প্রাক্কলনিক/ সিভিল ডিপার্টমেন্ট 

বেতন গ্রেড: ১০

স্কেল: টাকা ১৬০০০-৩৮৬৪০

দ সংখ্যাঃ  ১০২ (একশত দুই)

 

৪।  উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (যান্ত্রিক/বিদ্যুৎ)

বেতন গ্রেড: ১০

স্কেল: টাকা ১৬০০০-৩৮৬৪০

দ সংখ্যাঃ  ২২ (বাইশ)

 

৫। হিসাব রক্ষক

বেতন গ্রেড: ১২তম

স্কেল: টাকা ১১৩০০-২৭৩০০

দ সংখ্যাঃ  ১৯ (উনিশ)

 

৫। হিসাব করনিক

বেতন গ্রেড: ১৬তম

স্কেল: টাকা  ৯৩০০-২২৪৯০

দ সংখ্যাঃ  ৭৮ টি

 

🕦আবেদন শুরু: ৭ মার্চ, ২০২৫   

🕦আবেদন লিংকঃ https://jobs.bwdb.gov.bd/

🕦আবেদন শেষ: ১০ এপ্রিল, ২০২৫  বিকালঃ ৪ টা   

🕦 আবেদন ফিঃ ২০০ টাকা 

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য Himalay Sen, স্যারের নতুন অনলাইন ব্যাচে যুক্ত হোন। এজন্য সরাসরি স্যারের ফেসবুক আইডিতে মেসেজ করুনঃ https://www.facebook.com/himalaysen.sujon

 

নোটঃ ইতোপূর্বে স্মারক নং-৪২.০১.০০০০.০৩০.১১.০০৪.২৪-৩০৫; তারিখঃ ০৭ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ মোতাবেক প্রকাশিত উপ-সহকারী প্রকৌশলী/ শাখা কর্মকর্তা (পুর)/প্রাক্কলনিক এর ৬৭ ((সাতষট্টি) টি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। পূর্বের আবেদনকারীদের স্ব স্ব ইউজার আইডিতে আবেদন গৃহিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।