বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড - BWDB ( উপ-সহকারী প্রকৌশলী, সিভিল )
১। শাখা কর্মকর্তা (পুর)/প্রাক্কলনিক (সিভিল ডিপার্টমেন্ট) - ৬৭ (সাতষট্টি)
বেতন গ্রেড: ১০
স্কেল: টাকা ১৬০০০-৩৮৬৪০
আবেদন দাখিলের শেষ তারিখ ০৮/০৪/২০২৪ খ্রিঃ, সোমবার (বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত)।
আবেদন ফিঃ ৫০০/- (পাঁচশত) টাকা
বয়সসীমাঃ ০১/০৩/২০২৪ তারিখে আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন লিংকঃ https://jobs.bwdb.gov.bd
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ (ক) কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা- ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রী;
তবে শর্ত থাকে যে, শিক্ষা জীবনের কোন স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হইবে না। (খ ) এমএস ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা।
👉👉 পানি উন্নয়ন বোর্ডের জন্য অনলাইনে নতুন স্পেশাল ব্যাচের ক্লাস আগামী ১৫ তারিখ হতে শুরু হতে যাচ্ছে। আপনি যদি পানি উন্নয়ন বোর্ড, সরকারি চাকরি প্রস্তুতি বা ডুয়েট এডমিশনের জন্য ডিপার্টমেন্ট বেসিক থেকে A টু Z কমপ্লিট করতে চান তাহলে আমার সাথে যুক্ত হতে পারেন। আমাকে ফেসবুকে ইনবক্সে মেসেজ করুন।
আমার ফেসবুক আইডিঃ Himalay Sen
ফেসবুক গ্রুপঃ Job Preparation : Civil Department (SAE)
Whatsapp গ্রুপঃ চাকরি প্রস্তুতি সিভিল ডিপার্টমেন্ট
স্টাডি মেসেঞ্জার গ্রুপ: https://m.me/j/AbZEzkUHeYU9Xpoa/
পড়াশোনা না করে কান্নাকাটি করে অভিযোগ করে লাভ নেই। জীবন অটোমেটিক্যালি পাল্টায় না। পরিশ্রম ও সঠিক গাইডলাইন অনুসরণ করার মাধ্যমে সফলতা অর্জন করা যায়।