উপ-সহকারী প্রকৌশলী, (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/ইলেকট্রনিক্স/ পাওয়ার/সিভিল)
পদ সংখ্যা - ৪৯ টি
বেতনস্কেল: ১৬০০০ - ৩৮৬৪০/-
গ্রেড - ১০
আবেদন ফি - ৫৫৮ টাকা
আবেদন লিংকঃ http://bpdb.teletalk.com.bd,
ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/ইলেকট্রনিক্স/পাওয়ার/সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা। এসএসসি/ সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষার যেকোন একটিতে জিপিএ ৩.০০ থাকতে হবে এবং কোন পরীক্ষাতেই জিপিএ ২.২৫ এর নিম্নে নয়। বর্ণিত পদের জন্য বয়সসীমা ২০.০৮.২০২৪ তারিখে ১৮-৩০ (ত্রিশ) বৎসর। বীরমুক্তিযোদ্ধা/শহীদ বীরমুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ (বত্রিশ) বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপরক্ত পদসমূহের বিস্তারিত সংখ্যা, সকল পদে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা এবং অন্যান্য শর্তাবলিসহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি
টেলিটক বাংলাদেশ লিঃ-এর ওয়েবসাইটঃ https://bpdb.gov.bd/
সিভিল ডিপার্টমেন্টের জন্য অনলাইনে নতুন স্পেশাল ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। আপনি যদি পানি উন্নয়ন বোর্ড, সরকারি চাকরি প্রস্তুতি বা ডুয়েট এডমিশনের জন্য ডিপার্টমেন্ট বেসিক থেকে A টু Z কমপ্লিট করতে চান তাহলে আমার সাথে যুক্ত হতে পারেন। আমাকে ফেসবুকে ইনবক্সে মেসেজ করুন।
আমার ফেসবুক আইডিঃ Himalay Sen
ফেসবুক গ্রুপঃ Job Preparation : Civil Department (SAE)
Whatsapp গ্রুপঃ চাকরি প্রস্তুতি সিভিল ডিপার্টমেন্ট
স্টাডি মেসেঞ্জার গ্রুপ: https://m.me/j/AbZEzkUHeYU9Xpoa/