
উপ-সহাকারী প্রকৌশলী চাকরি পরীক্ষার জন্য নন-ডিপার্টমেন্ট বইয়ের লিস্ট
আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে উপ-সহকারী প্রকৌশলী চাকরির প্রস্তুতির জন্য নন-ডিপার্টমেন্টের কি কি বই পড়তে পারি?
সিভিল ডিপার্টমেন্ট এর জন্য চাকরি প্রস্তুতি বই।
নন-ডিপার্টমেন্ট:
১। বাংলা -
- অগ্রদুত
- ডাইজেস্ট
- হিমালয় সেন স্যারের টপিক ভিত্তিক শীট
2। ইংরেজি -
- ইংলিশ ফর এক্সাম Written by Himalay Sen ✔
- English for competative exam
৩। সাধারণ জ্ঞান -
- ডাইজেস্ট বা mp3
৪। অংক -
- খাইরুল বেসিক ম্যাথ
ডিপার্টমেন্ট:
১। MCQ: রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই
২। রিটেন:
- প্রযুক্তি বা জি মাওলা বা ফাউন্ডেশন বা RCC
👉উপ সহকারী প্রকৌশলী চাকরির প্রস্তুতির জন্য কিছু বই খুবই গুরুত্বপূর্ণ। এই বইগুলো পড়লেই আশা করি আপনাদের সবকিছু কভার হবে। পরীক্ষার হলে ভালো মার্ক পাবেন। এ সকল বই নিয়ে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করেছি।
ভিডিও লিংক: ভিডিও