Image
রাজউক এর রিটেন পরীক্ষার প্রশ্ন (সহকারী প্রকৌশলী সিভিল) - ২০২২


Rajdhani Unnayan Kartipakkha (RAJUK)

Assistant Engineer (Civil), Exam Venue: IBA,

Time:1 Hour (3.30 pm-4.30 pm), Date: 03/6/2022
[Non-Department: 60; Department:10 x 2 =20]
[Math-15; English-15; Bangla-15; General Knowledge =15]


1. a) রিফাত তার বাসা থেকে তিনটি জায়গায় যায়। প্রথমটির দূরত্ব দ্বিতীয়টির দ্বিগুণ এবং দ্বিতীয় দূরত্ব তৃতীয়টির তিনগুণ। যদি তৃতীয় দূরত্ব ৪৫ মাইল হয় তবে প্রথম দূরত্ব কত?  (7marks)
b) এক ব্যক্তি ৫% লাভে একটা বই বিক্রয় করে। যদি সে ১৬% কমে কিনে ১৫৫৪ টাকা বেশিতে বিক্রয় করতো তাহলে তার ৩০% লাভ হতো। বইটির ক্রয়মূল্য কত? - (8marks)


2. প্রবন্ধ লিখুনঃ "পরিকল্পিত নগরায়ন"     (15marks)
3. Focus writing: "Conservation of Nature".    (15marks)


4. এক কথায় উত্তর লিখুনঃ  (10 x1.5=15 marks)
a) শান্ত সাগর কোথায় অবস্থিত? উত্তরঃ চাঁদে।
b) ন্যাটো এর সদর দপ্তর কোথায়? উত্তরঃ ব্রাসেলস।
c) বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? উত্তরঃ বরেন্দ্র জাদুঘর (১৯১০),
d) আটলান্টিক ও ভূমধ্যসাগরের সংযোগকারী প্রণালী নাম কি? উত্তরঃ জিব্রাল্টার।
e) দৈনন্দিন যে পরিমাণ গ্রীন হাউস গ্যাস নির্গমণ হয় তার মোট পরিমাণ কত? উত্তরঃ
f) সাগরকন্যা বলে কোন জেলাকে? উত্তরঃ পটুয়াখালী,
g) বাংলাকে প্রথম রাষ্ট্রভাষার মর্যাদা কবে দেয়া হয়? উত্তরঃ ১৯৫৬
h) জাতীর প্রতিকের ডিজাইনার কে? উত্তরঃ পটুয়া কামরুল হাসানের
i) জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি? উত্তরঃ ইন্দোনেশিয়া
j) বাংলাদেশে স্থলবন্দর কয়টি স্বীকৃত? উত্তরঃ ২৪ টি।


Department Part (10 x 2 = 20)
5. Calculate the design load of simply supported slab is 6.5m x 3.0 m. Assume, L.L-400 Kg/m², F.F. -125 Kg/m², P.W. = 100 Kg/m², fc' = 210 Kg/cm³, and fs = 1400 Kg/cm²
6. a) Fine Aggregate and Coarse Aggregate এর পার্থক্য লিখুন।
    b) Retention Pond and Detention Pond এর পার্থক্য লিখুন।

 




 

Rajdhani Unnayan Kartipakkha (RAJUK)
Assistant Authorized Officer (Civil/Arch/URP), Exam Venue: ІВА,

Time:1 Hour (3.30 pm-4.30 pm), Date: 03/6/2022
[Non-Department: 60; Department:10 x 2 = 20]
[Math=15; English-15; Bangla-15; General Knowledge =15]


1. a) রিফাত তার বাসা থেকে তিনটি জায়গায় যায়। প্রথমটির দূরত্ব দ্বিতীয়টির দ্বিগুণ এবং দ্বিতীয় দূরত্ব তৃতীয়টির তিনগুণ। যদি তৃতীয় দূরত্ব ৪৫ মাইল হয় তবে প্রথম দূরত্ব কত?  (7marks)
b) এক ব্যক্তি ৫% লাভে একটা বই বিক্রয় করে। যদি সে ১৬% কমে কিনে ১৫৫৪ টাকা বেশিতে বিক্রয় করতো তাহলে তার ৩০% লাভ হতো। বইটির
ক্রয়মূল্য কত?  (8marks)


2. প্রবন্ধ লিখুনঃ "পরিকল্পিত নগরায়ন"  (15marks)

3. Focus writing: "Conservation of Nature".  (15marks)


4. এক কথায় উত্তর লিখুনঃ  ---- (10 x1.5=15 marks)
a) শান্ত সাগর কোথায় অবস্থিত? উত্তরঃ চাঁদে।
b) ন্যাটো এর সদর দপ্তর কোথায়? উত্তরঃ ব্রাসেলস।
c) বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? উত্তরঃ বরেন্দ্র জাদুঘর (১৯১০),
d) আটলান্টিক ও ভূমধ্যসাগরের সংযোগকারী প্রণালী নাম কি? উত্তরঃ জিব্রাল্টার।
e) দৈনন্দিন যে পরিমাণ গ্রীন হাউস গ্যাস নির্গমণ হয় তার মোট পরিমাণ কত? উত্তরঃ
f) সাগরকন্যা বলে কোন জেলাকে? উত্তরঃ পটুয়াখালী,
g) বাংলাকে প্রথম রাষ্ট্রভাষার মর্যাদা কবে দেয়া হয়? উত্তরঃ ১৯৫৬
h) জাতীর প্রতিকের ডিজাইনার কে? উত্তরঃ পটুয়া কামরুল হাসানের
i) জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি? উত্তরঃ ইন্দোনেশিয়া
j) বাংলাদেশে স্থলবন্দর কয়টি স্বীকৃত? উত্তরঃ ২৪ টি।


Department Part (10 x 2 = 20)
5. Fine Aggregate and Coarse Aggregate এর পার্থক্য লিখুন।
6. Retention Pond and Detention Pond এর পার্থক্য লিখুন।

 

👉👉 আপনিও যদি সরকারি চাকরি প্রস্তুতি বা ডুয়েট এডমিশনের জন্য ডিপার্টমেন্ট বেসিক থেকে A টু Z কমপ্লিট করতে চান তাহলে আমার সাথে যুক্ত হতে পারেন।

আমার ফেসবুক আইডিঃ Himalay Sen

ফেসবুক গ্রুপঃ Job Preparation : Civil Department (SAE)

Whatsapp গ্রুপঃ চাকরি প্রস্তুতি সিভিল ডিপার্টমেন্ট 

স্টাডি মেসেঞ্জার গ্রুপ: https://m.me/j/AbZEzkUHeYU9Xpoa/

 

পড়াশোনা না করে কান্নাকাটি করে অভিযোগ করে লাভ নেই। জীবন অটোমেটিক্যালি পাল্টায় না। পরিশ্রম ও সঠিক গাইডলাইন অনুসরণ করার মাধ্যমে সফলতা অর্জন করা যায়।