Image
Image
HED তে উপ-সহকারি প্রকৌশলী পদে চাকরি পেলেন সাইফুল ইসলাম লিখন (পয়েন্ট মাত্র ২.৯১) তার গল্প শুনুন

 

সাইফুল ইসলাম লিখন

উপ-সহকারী প্রকৌশলী, HED

নতুন নিয়োগপ্রাপ্ত ইঞ্জিনিয়ার।

ডিপ্লোমা পয়েন্ট - ২.৯১ 

পলিটেকনিকে ২ বছর গ্যাপ মানে ৬ বছরে ডিপ্লোমা কমপ্লিট। বিবাহিত জীবনে সরকারি চাকরির পড়াশোনা মানে হাল না ছাড়া এক গল্প । জীবনে অনেকের কাছে শুনেছে তুমি পারবে না, তোমাকে দিয়ে হবে কিন্তু সে পেড়েছে, আজকে সে সফল। তার সফলতার গল্প তার মুখ থেকে শুনুনঃ ভিডিও 

চাকরি পাওয়ার তীব্র ইচ্ছা ও সঠিক গাইডলাইন অনুযায়ী পরিশ্রম করতে পারলে তুমি সফল হবেই। কর্মজীবনে সফল হও ❤️

👉👉 আপনিও যদি সরকারি চাকরি প্রস্তুতি বা ডুয়েট এডমিশনের জন্য ডিপার্টমেন্ট বেসিক থেকে A টু Z কমপ্লিট করতে চান তাহলে আমার সাথে যুক্ত হতে পারেন।

আমার ফেসবুক আইডিঃ Himalay Sen

ফেসবুক গ্রুপঃ Job Preparation : Civil Department (SAE)

Whatsapp গ্রুপঃ চাকরি প্রস্তুতি সিভিল ডিপার্টমেন্ট 

স্টাডি মেসেঞ্জার গ্রুপ: https://m.me/j/AbZEzkUHeYU9Xpoa/

 

পড়াশোনা না করে কান্নাকাটি করে অভিযোগ করে লাভ নেই। জীবন অটোমেটিক্যালি পাল্টায় না। পরিশ্রম ও সঠিক গাইডলাইন অনুসরণ করার মাধ্যমে সফলতা অর্জন করা যায়।