Image
আধুনিক যুগ Questions
281. 'তিমির হননের কবি' উপাধিটি কার?
জীবনানন্দ দাশ
শামসুর রাহমান
কাজী নজরুল ইসলাম
আবদুল কাদির
282. কাজী নজরুল ইসলামের জীবনকাল কোনটি
১৮২৪-১৮৭৩ খ্রি.
১৮৫৬-১৯৩৭ খ্রি.
১৮৬১-১৯৪১ খ্রি.
১৮৯৯-১৯৭৬ খ্রি.
283. বাংলা কাব্যের 'চিত্ররূপময়' কবি-
রবীন্দ্রনাথ ঠাকুর
শামসুর রাহমান
জীবনানন্দ দাশ
বুদ্ধদেব বসু
284. সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি" কোন কবি" বলেছিলেন?
সুকান্ত ভট্টাচার্য
বুদ্ধদেব বসু
জীবনানন্দ দাশ
কামিনী রায়
285. "পাখীর নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন" এখানে 'নীড়' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
নান্দনিক
রহস্যময়
আশ্রয়
পাখির বাসা
286. জীবনানন্দ দাশের কাব্যে ব্যবহৃত 'শঙ্খমালা' হলো-
রূপকথার চরিত্র
পূর্বপরিচিতা নারী
রোমান্টিক কবিকল্পনা
কবির জীবনদেবতা
287. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা কোন সালে?
১৩০৬
১৩০৯
১৩০৮
১৩০৩
288. "চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা" কোন কবির রচনা?
সত্যেন্দ্রনাথ দত্ত
সৈয়দ শামসুল হক
সুকান্ত ভট্টাচার্য
জীবনানন্দ দাশ
289. 'আবার আসিব ফিরে' কবিতাটি জীবনানন্দ দাশ এর কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
রূপসী বাংলা
বনলতা সেন
ঝরা পালক
ধূসর পাণ্ডুলিপি
290. 'সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে' কবিতাংশটি কার লেখা?
জীবনানন্দ দাশ
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
আল মাহমুদ
291. কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি?
১১ জ্যৈষ্ঠ
১২ ভাদ্র
২২ শ্রাবণ
২৫ বৈশাখ
292. 'আকাশনীলা' কবিতার রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
সুফিয়া কামাল
জীবনানন্দ দাশ
কাজী নজরুল ইসলাম
293. 'ঝরাপালক' কাব্যগ্রন্থ কে রচনা করেছেন?
রবীন্দ্রনাথ ঠাকুর
জীবনানন্দ দাশ
জসীম উদ্‌দীন
আহসান হাবীব
294. ধানসিঁড়ি কিসের নাম?
ধানের
শহরের
গ্রামের
নদীর
295. 'আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে' কোন কবির কবিতা থেকে নেওয়া?
মধুসূদন দত্ত
জীবনানন্দ দাশ
রবীন্দ্রনাথ ঠাকুর
গিরিশচন্দ্র সেন
296. ."...কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে।" কবিতাংশটি কোন কবির রচনা?
বিষ্ণু দে
যতীন্দ্রমোহন বাগচী
জীবনানন্দ দাশ
কামিনী রায়
297. কাজী নজরুল ইসলামের জন্মস্থান-
কুমিল্লা
ত্রিশাল
বর্ধমান
চট্টগ্রাম
298. 'বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর' কার লেখা?
মধুসূদন দত্ত
জসীমউদদীন
জীবনানন্দ দাশ
সত্যেন্দ্রনাথ দত্ত
299. 'আবার আসিব ফিরে' কবিতাটির রচয়িতা কে?
আল মাহমুদ
জীবনানন্দ দাশ
কালিদাস রায়
সুকান্ত ভট্টাচার্য
300. কাজী নজরুল ইসলামের জন্মসন-
১৮৬১
১৮৯৯
১৮৭৬
১৮৮৬