Image
আধুনিক যুগ MCQ
21. হীরালাল সেন কেন বিখ্যাত?
কবি হিসেবে
গল্পকার হিসেবে
নাট্যকার হিসেবে
চলচ্চিত্রকার হিসেবে
22. শামসুর রাহমানের আত্মজীবনী কোনটি?
কালের ধূলোয় লেখা
আত্মস্মৃতি
আত্মকথা
স্মৃতির আয়না
23. মীর মোশাররফ হোসেনের নাটক-
বিষাদ সিন্ধু
কৃষ্ণকুমারী
জমিদার দর্পণ
পলাশীর যুদ্ধ
24. রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ-
পদ্মরাগ
রাজা
পদ্মাবতী
আনোয়ারা
25. 'দারিদ্র' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
বিষের বাঁশি
সিন্ধু-হিল্লোল
সাম্যবাদী
নতুন চাঁদ
26. 'স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা' কথাটি কার রচনা?
রফিক আজাদ
কামিনী রায়
প্রেমেন্দ্র মিত্র
শামসুর রাহমান
27. বাংলা সাহিত্যে গদ্যের জনক-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঈশ্বরচন্দ্র গুপ্ত
প্রমথ চৌধুরী
28. মাইকেল মধুসূদন দত্ত এর প্রহসন-
ভাই ভাই এইত চাই
সধবার একাদশী
বিয়ে পাগলা বুড়ো
একেই বলে সভ্যতা
29. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস-
আলালের ঘরের দুলাল
দুর্গেশ নন্দিনী
হুতোম প্যাঁচার নকশা
ঘরে বাইরে
30. 'ভোরের পাখি' উপাধিখ্যাত কবি-
কাজী নজরুল ইসলাম
সত্যেন্দ্রনাথ দত্ত
জীবনানন্দ দাশ
বিহারীলাল চক্রবর্তী
31. 'এলাটিং বেলাটিং' কার লেখা বই?
ফয়েজ আহমেদ
সুকুমার রায়
ফররুখ আহমদ
শামসুর রাহমান
32. 'নিজ বাসভূমে' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
দিলওয়ার
শহীদ কাদরী
শামসুর রাহমান
মহাদেব সাহা
33. 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থটি রচনা করেন-
কাজী নজরুল ইসলাম
সুফিয়া কামাল
জসীমউদ্দীন
জীবনানন্দ দাশ
34. 'আদি আবাদ' চিত্রকর্মটির শিল্পী-
শিল্পাচার্য জয়নুল আবেদিন
শিল্পী শাহাবুদ্দিন আহমদ
শিল্পী এস এম সুলতান
শিল্পী কাইয়ুম চৌধুরী
36. কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ নয়?
রৌদ্র করোটিতে
বন্দী শিবির থেকে
নিজ বাসভূমে
বন্দীর বন্দনা
37. শামসুর রাহমান রচিত 'ইলেক্ট্রার গান' কবিতায় মিথের আড়ালে দ্যোতিত হয়েছে-
পিতৃহারা বঙ্গবন্ধু কন্যার আবেগ
সন্তানহারা জননীর বেদনা
অপরিসীম অপত্যস্নেহ শিশুপুত্র
রাসেল হত্যার করুণ কাহিনি
38. কবি শামসুর রাহমানের 'আদিগন্ত নগ্ন প্রতিধ্বনি' প্রকাশিত হয় কত সালে?
১৯৭৪ সালে
১৯৮২ সালে
১৯৯৫ সালে
১৯৯০ সালে
39. যুগ সন্ধিক্ষণের কবি কে?
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
নবীনচন্দ্র সেন
ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
40. 'উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ' এর রচয়িতা কে?
আল মাহমুদ
শামসুর রাহমান
আবুল হাসান
শহীদ কাদরী