MCQ
1021. ভারতের বর্তমান রাষ্ট্রপতি—
নরেন্দ্র মোদি
প্রতিভা পাতিল
দ্রৌপদী মুর্মু
প্রণব মুখার্জী
1022. 'Wings of Fire' গ্রন্থের রচয়িতা কে?
নেলসন ম্যান্ডেলা
মাদার তেরেসা
অ্যালফ্রেড মার্শাল
এ. পি. জে. আবদুল কালাম
1023. "The Coalition Years: 1996-2012' গ্রন্থের লেখক কে?
অমর্ত্য সেন
জ্যোতি বসু
রেহমান সোবহান
প্রণব মুখার্জি
1024. ভারতের প্রেসিডেন্ট আবুল পাকির জয়নুল আবেদীন আবদুল কালাম কী নামে পরিচিত?
গোল্ডেন ম্যান
মিসাইল ম্যান
হিরু অফ ইন্ডিয়া
প্রতিভা পাতিল
1025. 'Glimpses of World History' বইটি কে লিখেছেন?
রবীন্দ্রনাথ ঠাকুর
ইন্দিরা গান্ধী
জওহরলাল নেহেরু
কার্ল মার্কস
1026. নিচের কোন বিজ্ঞানী পরবর্তীতে ভারতের রাষ্ট্রপতি হোন?
সি. ভি. রমন
হোমী ভাসা
সত্যেন্দ্র নাথ বোস
এ. পি. জে. আবদুল কালাম
1027. 'Discovery of India' গ্রন্থের লেখক কে?
মহাত্মা গান্ধী
আবুল কালাম আজাদ
ইন্দিরা গান্ধী
জওহরলাল নেহেরু
1028. ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
জওহরলাল নেহেরু
এস. রাধাকৃষ্ণান
মহাত্মা গান্ধী
ভি. ভি. গিরি
1029. ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কবে প্রথম প্রধানমন্ত্রীত্ব লাভ করেন?
১৯৬৪
১৯৬৫
১৯৬৬
১৯৬৭
1030. দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি?
১২তম
১৩তম
১৪তম
১৫তম
1031. এ. পি. জে. আবদুল কালাম ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন?
১০তম
১১তম
১২তম
১৩তম
1032. লাল বাহাদুর শাস্ত্রী ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন?
২য়
৪র্থ
৫ম
৬ষ্ঠ
1033. 'A Bunch of Old Letters' গ্রন্থের লেখক কে?
জওহরলাল নেহেরু
মহাত্মা গান্ধী
ইন্দিরা গান্ধী
রবীন্দ্রনাথ ঠাকুর
1034. 'দেশ ভাল হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভাল হয়' কে বলেছিলেন?
আব্রহাম লিংকন
আইজ্যাক নিউটন
বার্ট্রান্ড রাসেল
পন্ডিত নেহেরু
1035. ভারতের প্রথম নারী রাষ্ট্রপতির নাম কী?
ইন্দিরা গান্ধী
মমতা বন্দ্যোপাধ্যায়
সোনিয়া গান্ধী
প্রতিভা পাতিল
1036. ভারতের কোন বাঙালি রাষ্ট্রপতিকে 'ভারতরত্ন' উপাধি দেয়া হয়েছে?
প্রণব মুখার্জি
লাল বাহাদুর শাস্ত্রী
এ. পি. জে. আব্দুল কালাম
জাকির হোসেন
1037. এ. পি. জে. আবদুল কালাম কোন সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন?
১৯৯৯
২০০০
২০০১
২০০২
1038. ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি—
আবুল কালাম
হামিদ আনসারী
জগদীপ ধনকড়
জাকির হোসনে
1039. ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
ইন্দিরা গান্ধী
সোনিয়া গান্ধী
জয়ললিতা
মমতা ব্যানার্জী
1040. ভারতের প্রথম মুসলমান রাষ্ট্রপতির নাম কী?
জাকির হোসেন
রেহমান সোবহান
সোনিয়া বেগম
প্রতিভা পাতিল