MCQ
1061. তিন বছর বয়সী সিরিয়ান বালক আইলান কুর্দির মৃতদেহ কোথায় পাওয়া গিয়েছিল?
লোহিত সাগর
বঙ্গোপসাগর
ভূমধ্যসাগর
আরব সাগর
1062. কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেনি?
সংযুক্ত আরব আমিরাত
মিশর
কুয়েত
বাহরাইন
1063. দুই ইয়েমেন কত সালে একত্রিত হয়?
১৯৮৫
১৯৯০
১৯৯২
১৯৯৫
1064. 'জাস্টিস স্কয়ার' যে দেশে—
সিরিয়া
সৌদি আরব
তিউনিসিয়া
কুয়েত
1065. কোন সালে তুরস্কে খেলাফতের অবসান হয়?
১৯১০
১৯১৪
১৯২০
১৯২২
1066. লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে?
ব্রিটেন
ফ্রান্স
তুরস্ক
স্পেন
1067. শেখ জাবের আল আহমেদ আল সাবাহ কোন দেশের আমীর ছিলেন?
কুয়েত
ওমান
কাতার
জর্ডান
1068. কোন দেশের গৃহযুদ্বের কারণে ইউরোপজুড়ে অভিবাসী সংকট?
ইরাক
ইরান
সিরিয়া
তুরস্ক
1069. ইউরোপের চলমান সঙ্কটের কারণ হচ্ছে—
সাংস্কৃতিক
অর্থনৈতিক
জাতিগত
অভিবাসন
1070. গুলেন আন্দোলনের প্রতিষ্ঠাতা ফেতুল্লাহ গুলেন নিচের কোন দেশটির রাজনৈতিক নেতা?
ইয়েমেন
দক্ষিণ আফ্রিকা
সিরিয়া
তুরস্ক
1071. কোনটি মধ্যপ্রাচ্যের একটি দেশ?
কাতার
নাইজেরিয়া
মাদাগাস্কার
আফগানিস্তান
1072. আতাতুর্ক কোন দেশের নেতা ছিলেন?
মিশর
তুরস্ক
ইরাক
ইরান
1073. লেবাননের প্রধানমন্ত্রীর নাম কী?
রফিক হারিরী
হাসান দিয়ার
নাজিব মিকাতি
সায়ের ইরেকাত
1074. আধুনিক তুরস্কের জনক—
আনোয়ার পাশা
কামাল পাশা
হারুন অর রশীদ
জেনারেল তুরগত ওজা
1075. 'আলেপ্পো' শহরটি কোথায় অবস্থিত?
মিশর
ইরান
ইরাক
সিরিয়া
1076. সীমান্ত বিবেচনায় সৌদি আরবের ক্ষেত্রে প্রযোজ্য নয়---
কাতার
সিরিয়া
জর্ডান
ইরাক
1077. বিশ্বের অন্যতম প্রাচীন শহর কোনটি?
কায়রো
ভেনিস
লন্ডন
দামেস্ক
1078. খিলাফতের বিলুপ্তি ঘোষণা করা হয়—
তুরস্কে
স্পেনে
সৌদি
আরবে ইরানে
1079. 'ইদলিব' কোন দেশের শহর?
রাশিয়া
সিরিয়া
ইরান
তুরস্ক
1080. কোন সংবাদ সংস্থা শিশু আয়লানের মৃতদেহের আলোচিত ছবি প্রথম প্রকাশ করে?
আনাদোলু নিউজ এডেন্সি
দিসেল নিউজ এডেন্সি
এএনকেএ নিউজ এজেন্সি
দোগান নিউজ এডেন্সি