Image
MCQ
1221. World Food Programme (WFP) এর সদর দপ্তর কোথায়?
প্যারিস, ফ্রান্স
রোম, ইতালি
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
জেনেভা, সুইজারল্যান্ড
1222. জাতিসংঘের মূলমন্ত্র হলো / জাতিসংঘের মোটো কী?
এ পৃথিবী আপনার
সকলের জন্যে জীবন
শাস্তি
সমান অধিকার
1223. জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কী?
UNVA
DTCD
UNFPA
UNDP
1224. HDI বা মানব উন্নয়ন সূচক ধারণাটি কোন সংস্থার উদ্ভাবন?
WB
UNDP
FAO
WHO
1225. জাতিসংঘের পতাকার রং---
সাদা
হালকা বেগুনি
হালকা নীল
হালকা সবুজ
1226. United Nations Human Settlements Programme (UN-HABITAT) এর সদর দপ্তর কোথায়?
প্যারিস, ফ্রান্স
রোম, ইতালি
নাইরোবি, কেনিয়া
জেনেভা, সুইজারল্যান্ড
1227. জাতিসংঘের পতাকায় কোন দুইটি রং আছে?
নীল ও লাল
নীল ও সাদা
লাল ও সাদা
সবুজ ও সাদা
1228. জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম কোনটি?
UNVA
DTCD
UNFPA
UNDP
1229. United Nations Conference on Trade and Development (UNCTAD) এর সদর দপ্তর/ UNCTAD এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
নিউইয়র্ক
ক্যানবেরা
হেগ
জেনেভা
1230. জাতিসংঘ কোন প্রধান উদ্দেশ্যে স্থাপিত হয়?
বিশ্ব খেলাধুলার ব্যবস্থা উন্নত করার জন্য
বিশ্বব্যাপী সরকার গঠনের জন্য
আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য করার জন্য
যুদ্ধের অভিশাপ থেকে বিশ্বকে রক্ষা করার জন্য
1231. কোন আন্তর্জাতিক সংস্থার পতাকায় জলপাই গাছ দেখা যায়?
রেডক্রস
জাতিসংঘ
বয়েজ স্কাউট
ন্যাটো
1232. HDI এর পূর্ণরূপ কী?
High Development Index.
High Development Industries.
Human Development Index.
High Denstiy Industrialization
1233. জলপাই গাছ কিসের প্রতীক?
শান্তির প্রতীক
দুঃস্বপ্নের প্রতীক
আনন্দের প্রতীক
বেদনার প্রতীক
1235. জাতিসংঘের পতাকায় কোন গাছের প্রতীক দেখা যায়?
ম্যাপল
তাল
জলপাই
দেবদারু
1236. জাতিসংঘের উদ্দেশ্য কী?
যুদ্ধ বন্ধ করা
আন্তর্জাতিক অর্থনীতি জোরদার করা
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা
সদস্য দেশসমূহের সমস্যার সমাধান করা
1237. কোন সংস্থাটি আন্তর্জাতিক বিরোধ সমাধানের চেষ্টা করে?
জাতিসংঘ
আইএমএফ
ইউনিসেফ
গ্রীন পিস
1238. বিশ্ব খাদ্য কর্মসূচি কত সালে প্রতিষ্ঠিত হয়?
১৯৬০
১৯৬১
১৯৬২
১৯৬৩
1239. মানব উন্নয়ন সূচক কিসের ভিত্তিতে কোনো দেশের উন্নয়ন নির্দেশ করে?
শিক্ষা, স্বাস্থ্য ও মাথাপিছু আয়
দারিদ্র্য মাথাপিছু আয় ও শিক্ষা
মাথাপিছু আয়, প্রবৃদ্ধি ও মুদ্রাস্ফীতি
মাথাপিছু আয়, পরিবেশ ও দুর্নীতি
1240. United Nations Conference on Trade and Development এর সংক্ষিপ্ত রূপ ---
UNCOTD
UNCOTAD
UNCTAD
UNCITD