Image
MCQ
1281. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগের ক্ষমতা রাখে কতজন সদস্য?
১৫
কোনোটিই নয়
1282. কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?
রাশিয়া
ভারত
যুক্তরাজ্য
ব্রাজিল
1283. কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় ---
রাশিয়া
জার্মানি
ফ্রান্স
চীন
1284. জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য কোন ব্যাপারে ভেটো প্রয়োগ করতে পারেন?
পদ্ধতিগত ব্যাপারে
অ-পদ্ধতিগত ব্যাপারে
ক ও খ উভয়ই
কোনো ব্যাপারেই না
1285. জাতিসংঘে কোন দেশের ভেটো ক্ষমতা নেই?
চীন
ফ্রান্স
জার্মানি
যুক্তরাজ্য
1286. জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি৫ বলতে কী বুঝায়?
পাঁচটি পরমাণু শক্তিধর রাষ্ট্র
পাঁচটি জাতিসংঘ সংস্থা
নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য
রাষ্ট্র উপরের কোনোটিই নয়
1287. কোন দুইটি দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?
জাপান ও চীন
চীন ও ব্রাজিল
জাপান ও ব্রাজিল
চীন ও যুক্তরাষ্ট্র
1288. ভেটো ক্ষমতা কী?
ভোট প্রয়োগ না করার প্রথা
প্রস্তাব উত্থাপন করার ক্ষমতা
ভেটো প্রয়োগকারী বিরোধীতা করলে সংখ্যাগরিষ্ঠ ভোটও কার্যকর হয় না
ভেটো প্রয়োগকারী সমর্থন করলে সংখ্যাগরিষ্ঠ ভোট বিপক্ষে গেলেও প্রস্তাব পাস হবে
1289. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতি সভাপতিত্ব করেন-
১ মাস
১ বছর
২ মাস
২ বছর
1290. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব পর্যায়ক্রমে সদস্যদের মধ্যে আবর্তিত হয়—
প্রতি মাসে
প্রতি তিন মাসে
প্রতি ছয় মাসে
প্রতি বছরে
1291. কোন দেশটি অতীতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ছিল?
বেলজিয়াম
সোভিয়েত ইউনিয়ন / USSR
যুক্তরাজ্য
ইতালি
1292. জাতিসংঘের Economic and Social Council কে সংক্ষেপে কী বলে?
ECOSOC
ECOSC
EOSC
ESC
1293. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতি কত সময়ের জন্য সভাপতিত্ব করেন?
১ মাস
১ বছর
২ মাস
২ বছর
1294. ভেটো কী?
গ্রিক শব্দ আমি নিরপেক্ষ
ফ্রেঞ্চ শব্দ আমি ভোট দিলাম
ল্যাটিন শব্দ আমি মানি না
ইংরেজি শব্দ আমার সমর্থন আছে
1295. ESCAP এর পূর্ণরূপ কী?
Economic and Social Centre for Asia and the Pacific
Economic and Social Conference for Asia and the Pacific
Economic and Social Commission for Asia and the Pacific
Environment and Social Commission for Asia and the Pacific
1296. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হোন?
১ বছর
৯ মাস
২ বছর
৩ বছর
1297. কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়?
যুক্তরাজ্য
ফ্রান্স
জাপান
চীন
1298. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা---
৫ জন
১০ জন
৬ জন
৮ জন
1299. নিচের কোনটি জি-৪ সদস্য দেশ?
ফ্রান্স
রাশিয়া
চীন
জার্মানি (ভারত, ব্রাজিল, জাপান)
1300. কোন দেশটি ছাড়া অন্য সকল রাষ্ট্রই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?
ফ্রান্স
ইতালি
জাপান
রাশিয়া