ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস MCQ
461. সাধারন পোর্টল্যান্ড সিমেন্ট তৈরিতে ক্লিনকার এর সাথে জিপসাম সংমিশ্রণের কারণ -
setting time বৃদ্ধি করা
setting time হ্রাস করা
Fineness বৃদ্ধি করা
সিমেন্টের মূল্য হ্রাস করা
Job Preparation
Civil Engineering
Civil Department
Civil MCQ
কন্সট্রাকশন প্রসেস
এস্টিমেটিং এন্ড কস্টিং
ব্যাখ্যা: তথ্য: জিপসাম সিমেন্টের সেটিং একশন মন্থর করে বা সেটিং টাইম
বৃদ্ধি করে। উত্তর: ক
462. Capillary rise will be greater in-
gravel
fine sand
silt
coarse sand
463. what is the inital setting time of Ordinary portland cement (সিমেন্টের প্রাথমিক জমাটবদ্ধতার সময় কত-)
1 hour
15 minutes
30 minutes
30 hour
Job Preparation
Civil Engineering
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
কন্সট্রাকশন প্রসেস
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় -2004
ব্যাখ্যা: তথ্য: As per IS code 4031-part 5, সিমেন্টের প্রাথমিক জমাটবদ্ধতার সময় কমপক্ষে ৩০ মি.। এরপর সিমেন্ট তার
কার্যোপোযোগিতা ও প্লাস্টিসিটি হরিয়ে এবং সেট ঘটে।
464. সিমেন্টের ফাইনাল সেটিং টাইম কত সময়ের বেশি হওয়া উচিত নয়?
৫ ঘন্টা
১০ ঘন্টা
৭ ঘন্টা
১২ ঘন্টা
465. জলছাদে চুন সুরকী খোয়ার অনুপাত-
1:2:4
1:3:6
2:2:6
2:2:7
466. সিমেন্টের কোন পরীক্ষার vicat Apparatus ব্যবহার করা হয়?
Initial setting time
Final setting time
Normal consistency
ওপরের সব গুলো
Job Preparation
Civil Engineering
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
কন্সট্রাকশন প্রসেস
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয় -2004
ব্যাখ্যা: তথ্য: Initial setting time, Final setting time, Normal consistency পরীক্ষার vicat Apparatus ব্যবহার করা হয়।
সঠিক উত্তর (ঘ)।
467. Paint এর Thinner হিসাবে সাধারণত ব্যবহার করা হয়-
অ্যালকোহল
পেট্রোল
তারপিন
পানি
468. একটি প্রথম শ্রেণীর ইটের আদর্শ পরিমপি কোনটি? [PWD- 2001]
9×4×2
9.5" x 4.5" x 2.75"
১০"x 5" x 3"
None of these
ব্যাখ্যা: তথ্য: প্রমাণ সাইজের ইটের মাপ, মসলা বিহীন = 9.5" x 4.5" x 2.75" = 9 × 4 × 2 = 24.2cm × 11.4cm x 7cm.
469. সাধারন পোর্টল্যান্ড সিমেন্টের Unite weight হচ্ছে-
৭০ পাউন্ড/ঘনফুট
৯০ পাউন্ড/ঘনফুট
৮০ পাউন্ড/ঘনফুট
১০০ পাউন্ড/ঘনফুট
Job Preparation
Civil Engineering
Civil Department
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
কন্সট্রাকশন প্রসেস
ব্যাখ্যা: তথ্য: Partland cement has unite volume mass of 94 lbs/cu-ft-1506 kg/m³.
470. Ferro cement এক প্রকার -
সাধারন সিমেন্ট
লৌহ
বিশেষ সিমেন্ট
কোনটিই নয়
ব্যাখ্যা: তথ্য: ফেরোসমেন্ট বা ফেরো সিমেন্ট হল রিইনফোর্সড মর্টার বা প্লাস্টার ব্যবহার করে নির্মাণের একটি পদ্ধতি যা ধাতব জাল বা ধাতব ফাইবার এর উপর প্রয়োগ করা হয়। প্রশ্ন ও প্রদত্ত অপশনের কোনটির সাথে মিল না থাকায় সঠিক উত্তর: ঘ
471. জলছাদ তৈরিতে চুন, সুরকি ও খোয়ার অনুপাত হচ্ছে-
১:২:৪
১:৩:৬
২:২:৭
২:২:৫
ব্যাখ্যা: তথ্য: Building এর সর্বোচ্চ তলার ছাদকে রোদ বৃষ্টির হাত থেকে
রক্ষা করার জন্য এবং ঘরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখার জন্য ছাদেও
উপর চুন, সুরকি ও খোয়ার (২:২:৭) সাহায্যে কমপক্ষে তিন ইঞ্চি পুরুত্বের একটি আলাদা আবরণ দেয়া হয়। একে জলছাদ বলে।
472. Ordinary Portland cement এর Initial setting time কত?
৩০ মিনিট
৫ ঘন্টা
১ ঘন্টা
১০ ঘন্টা
ব্যাখ্যা: তথ্য: Ordinary Portland Cement এর Initial setting time ৩০ মিনিট এর কম হবে না এবং ফাইনাল সেটিং টাইম ১০ ঘণ্টার বেশি হবে না।
উত্তর: ক
473. একটি পাচ টন ক্ষমতার ট্রাকে অনুমোদিতভাবে কত ব্যাগ সিমেন্ট বহন করা যাবে?
২০০ ব্যাগ
১০০ ব্যাগ
১৫০ ব্যাগ
৭৫ ব্যাগ
474. Slum test এর জন্য ব্যবহৃত moudle এর হলো-
১০ সে.মি
৩০ সে.মি
২০ সে.মি
কোনটিই নয়
475. Water bound macadam-এ binding matetial হলো
Sand
Bitumen
coarse aggregate dustt
soil
476. ২৮ দিনে curing এর পর concrete কী পরিমাণ strength অর্জন করে?
প্রায় ৪০%
প্রায় ৬৭%
প্রায় ১০০%
প্রায় ১২৫%
477. What effect does calcium sulphate have on cement?
Retards or lengthen the setting time of cement
Acts as flux
Imparts colour
Reduces strength
478. Concrete mix-এর ক্ষেত্রে slump value বৃদ্ধি পেলে concrete এর workability-
বৃদ্ধি পাবে
কমে যাবে
অপরিবর্তীত থাকে
ওপরের কোনটি নয়
479. ইট প্রস্তুত করার মাটিতে যার পরিমান সর্বাধিক থাকা আবশ্যক-
Iron oxide
silika
Alumina
Lime
480. সেটিং টাইম নিয়ন্ত্রণের জন্য সাধারন পোর্টল্যান্ড সিমেন্ট কত ভাগ জিপসাম মিশানো হয়?
১%- ২%
২.৫% -৩%
১.৫%-২%
৩% -৪%