Image
ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস MCQ
441. শুকনা বালির স্থিরতা কোণ কত?
২০°
৩০"
২৫°
৩৫°
442. ইটের স্থায়িত্বশীলতার মাত্রা বৃদ্ধিতে নিচের কোন উপাদান অপরিহার্য?
জৈব পদার্থ
লাইম
কোনোটিই নয়
ম্যাগনেশিয়াম
সিলিকা
443. PWD-এর মতে হাতে তৈরি ইটের সাইজ কত? [R&H-01; R&H-06; RAJUK-17; DM-19, SGCL-23)
১০" × ৫" × ৩"
৯.৫" × ৪.৫" × ২.৭৫"
৯" × ৪" × ২.৫"
৯.৭৫"x৪.৭৫" × ২.৭৫"
444. সিমেন্টের গুণাগুণ নির্ণয়ে কয়টি পরীক্ষা করা হয়?
2
3
4
5
445. ১ ব্যাগ সিমেন্টে কত গ্যালন পানি প্রয়োজন হয়?
প্রায় ৭ গ্যালন
প্রায় ৮ গ্যালন
প্রায় ৯ গ্যালন
প্রায় ১০ গ্যালন
447. নিচের কোনটি সিমেন্টের উপাদান নয়?
CaO
AlO3
SiO2
MgO
448. একটি ইটের গুণাগুন প্রভাবিত হয়-
ব্যবহৃত ক্রে এর উপর
পোড়ানোর উপর
শুকানোর উপর
সব গুলো
449. নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল কংক্রিট?
১:২:৪
১:৪:৮
১:৩:৬
১: ৫: ১০
451. পোর্টল্যান্ড সিমেন্টের প্রাথমিক জমাটবদ্ধতার সময়... এর কম হওয়া উচিৎ না।
৩০ মি.
৪৫ মি.
৬০মি.
৯০ মি.
452. সিমেন্টের চূড়ান্ত জমাটবদ্ধতার সময় কত এর বেশি হওয়া উচিত নয়-
2 hours
4 hours
8 hours
10 hours
453. ইটের গাঁথুনী শেষ হবার কত দিন পরে প্লাস্টার করা উচিৎ?
২ দিন
৮ দিন
১৫ দিন
২৮ দিন
454. সাধারণত কয়টি ধাপে নিট সিমেন্ট ফিনিশিং কাজ সম্পন্ন করা হয়?
2
3
4
5
455. কং ক্রিটের সংকোচন শক্তি এবং প্রসারণ শক্তি- এর অনুপাত সাধারণত-
১০
১/৫
১/১০
456. একটি ইটের গুণাগুণ প্রভাবিত হয়- [BREB-23]
ব্যবহৃত ক্লে-এর উপর
শুকানোর উপর
পোড়ানোর উপর
সব কয়টি
457. যে Footing দুটি Column -কে Support করে তা-
Continuous Footing
Combied Footing
Strip Footing
Step Footing
458. নিচের কোন ক্ষেত্রে নিট সিমেন্ট ফিনিশিং করা হয় না ?
মেঝে
স্কান্টিং
ড্রেন
টয়লেট
459. সিমেন্টের প্রান্তিক সেটিং টাইম পরীক্ষায় ব্যবহৃত সুই-এর প্রস্থচ্ছেদী ক্ষেত্রফল হবে-
১ বর্গ, মি.মি.
৩ বর্গ, মি.মি.
২ বর্গ, মি.মি.
৪ বর্গ. মি.মি.
460. বাংলাদেশে প্রচলিত ইটের দৈর্ঘ্য সাধারণত হয়?
9"
9.5"
9.25"
10"