Image
ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস Questions
81. ভালো ইটের চাপশক্তির পরিমাণ সাধারণত কত? [R&H-06]
১০০-১১০ কেজি/বর্গ সেমি
১২০-১৩০ কেজি/বর্গ সেমি
১৪০-১৫০ কেজি/বর্গ সেমি
১৫০-১৬০ কেজি/বর্গ সেমি
82. বিটুমিনজাত সামগ্রীর বর্ণ কীরূপ?
কৃষ্ণ
শ্বেত
নীল
রক্তিম
83. সিমেন্ট-চুনের শতকরা পরিমাণ- /R&H-06, MODMR-05]
৪০-৫০%
৫০-৬০%
৬০-৬৭%
৭০-৭৫%
84. নিচের কোনটিতে বিটুমিন সম্পূর্ণরূপে দ্রবণীয়?
তারপিন
পানি
স্পিরিট
অ্যালকোহল
85. নিচের কোনটি আর্দ্রতারোধী স্তরে ব্যবহৃত হয়?
জিওটেক্সটাইল
ফোম
কটন
বিটুমিন
86. ভাইকাটস অ্যাপারেটাসে সিমেন্ট টেস্টের জন্য ব্যবহৃত প্লাজারের ব্যাস- [R&H-06]
১০ মিমি
১৫ মিমি
২০ মিমি
২৫ মিমি
87. অক্সিজেন জারিত অ্যাসফাল্টের বাণিজ্যিক নাম কোনটি?
Maxphalt R 115/15
Spremax 180/200
Mexphalt 80/100
Mexphalt R-95/100
88. টারকে পাতন করে যে তলানি পাওয়া যায় তার নাম কী?
অ্যামালশন
পিচ
অ্যালকোহল
অ্যাসফাল্ট
89. কাঠে কার্বনের পরিমাণ কত? [BGDCL-17]
৩৯%
৪৯%
৫৯%
৬৯%
90. ২৮ দিন কিউরিং-এর ফলে সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট কংক্রিট কত % শক্তি অর্জন করে? [R&H-06]
৫০%
৬০%
৭০%
১০০%
91. কোনটি থার্মোসেটিং প্লাস্টিক?
অ্যালকাইড
নাইলন
মেলামাইন ফরমালডিহাইড
ইউরিয়া ফরমালডিহাইড
92. Terracotta তৈরির মূল উপাদান হচ্ছে- [PWD-20]
সিমেন্ট
মাটি
মাটি ও সিমেন্ট
আয়রন
93. সিমেন্টের প্রাথমিক সেটিং টাইমে ব্যবহৃত সুচের আকার কোনটি? [R&H-06, MODMR-06)
১ বর্গমিমি
২ বর্গমিমি
৫ বর্গমিমি
১০ বর্গমিমি
94. সিমেন্টের ফাইনাল সেটিং টাইম কত সময়ের বেশি হওয়া উচিত নয়? [R&H-03, 06; MODRM-05, 06]
৫ ঘণ্টা
৭ ঘণ্টা
১০ ঘণ্টা
১২ ঘণ্টা
95. থার্মোপ্লাস্টিক কত ডিগ্রির বেশি তাপ সহ্য করতে পারে না?
১০০° সেঃ
২০০° সেঃ
১৫০°সেঃ
২৫০০সেঃ
96. সাধারণ পোর্টল্যান্ড সিমেন্টে জিপসামের পরিমাণ কত? [R&H-06, MODMR-06)
২%-২.৫%
২%-৩%
২%-৪%
৩%-৪%
97. নিচের কোনটি ডিপিং-এর মাধ্যমে করা হয়?
দস্তামুণ্ডন
নিকেল লেপন
ঝালাইকরণ
রংকরণ
98. ইটের লবণাক্ততা পরীক্ষার জন্য ইটকে কত সময় পরিমাণমতো পানিতে ভিজিয়ে রাখতে হয়? [MODMR-06]
৪৮ ঘণ্টা
২৪ ঘণ্টা
১২ ঘণ্টা
৬ ঘণ্টা
99. Paint-এর thinner হিসেবে সাধারণত ব্যবহৃত হয়- [R&H-03: MODMR-06]
পানি
তারপিন
টার
অ্যালকোহল
100. নিচের কোনটি পুনর্নির্মিত কাঠ?
পারটেক্স বোর্ড
সানবোর্ড
হার্ডবোর্ড
ভিনিয়ার