Image
MCQ
83. কোন আকৃতির সিউয়ার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
অর্ধবৃত্তাকার
আয়তাকার
বৃত্তাকার
ত্রিভুজাকার
84. For irrigation purpose the pH value of water should be-.
between 3 and 6
between 6 and 8.5
between 8.5 and 11
more than 11
85. বাংলাদেশে ব্যবহারযোগ্য পানির তাপমাত্রা কত?
4° সে-10° সে
4.5° সে-10° সে
5° সে-10° সে
5.5° সে-10° সে
86. ব্লিচিং পাউডারে ক্লোরিনের পরিমাণ-
১৫%-২৫%
২৫%-৩৫%
২০%-৩০%
৩০%-৪০%
87. যৌথ সিউয়ার ডিজাইনের ক্ষেত্রে সাধারণ শুদ্ধ আবহধারা কত গুণ ধরা হয়?
১.৫ গুণ
২গুণ
২.৫ গুণ
২.২৫ গুণ
90. টারবাইন পাম্পের পাম্প ইউনিট কত নিচে থাকে?
14-20 ফুট
18-24 ফুট
24-30 ফুট
20-30 ফুট
91. পানি শোধনাগারে ফ্লক (Flock) তৈরির প্রক্রিয়াকে বলে-
ফ্লোকুলেশন
ডিসইনফেকশন
সেডিমেনটেশন
ফিস্ট্রেশন
92. প্রতি লিটার পানিতে ফিটকিরি (Alum) মিশানোর মাত্রা কোনটি?
7 মি.গ্রা
6 মি.গ্রা
14 মি.গ্রা
12 মি.গ্রা
93. কোনটি স্থায়ী খরতা নয়?
ক্যালসিয়াম বাইকার্বনেট
ক্যালসিয়াম সালফেট
ক্যালসিয়াম ক্লোরাইড
কোনোটিই নয়
94. তঞ্চনকারী পদার্থ নয়-
অ্যালুমিনিয়াম সালফেট
সোডিয়াম অ্যালুমিনেট
ফেরিক সালফেট
ক্যালসিয়াম সালফেট
96. নিচের কোনটির উপস্থিতিতে পানির স্থায়ী খরতা হয়?
ক্যালসিয়াম বাইকার্বনেট
ক্যালসিয়াম সালফেট
ক্যালসিয়াম কার্বনেট
কোনোটিই নয়
97. অস্থায়ী খরতার কারণ-
ম্যাগনেশিয়াম সালফেট
ম্যাগনেশিয়াম বাইকার্বনেট
ম্যাগনেশিয়াম ক্লোরাইড
কোনোটিই নয়
98. ভবিষ্যৎ জনসংখ্যা নিরূপণের নির্ভরযোগ্য পদ্ধতি কোনটি?
বৃদ্ধির গড় বৃদ্ধি পদ্ধতি
শতকরা বৃদ্ধির হ্রাস পদ্ধতি
গড় শতকরা বৃদ্ধি পদ্ধতি
গড় বৃদ্ধি পদ্ধতি