Image
MCQ
83. কোন আকৃতির সিউয়ার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
অর্ধবৃত্তাকার
আয়তাকার
বৃত্তাকার
ত্রিভুজাকার
84. প্রতি লিটার পানিতে ফিটকিরি (Alum) মিশানোর মাত্রা কোনটি?
7 মি.গ্রা
6 মি.গ্রা
14 মি.গ্রা
12 মি.গ্রা
85. কোনটি স্থায়ী খরতা নয়?
ক্যালসিয়াম বাইকার্বনেট
ক্যালসিয়াম সালফেট
ক্যালসিয়াম ক্লোরাইড
কোনোটিই নয়
86. বাংলাদেশে ব্যবহারযোগ্য পানির তাপমাত্রা কত?
4° সে-10° সে
4.5° সে-10° সে
5° সে-10° সে
5.5° সে-10° সে
87. অস্থায়ী খরতার কারণ-
ম্যাগনেশিয়াম সালফেট
ম্যাগনেশিয়াম বাইকার্বনেট
ম্যাগনেশিয়াম ক্লোরাইড
কোনোটিই নয়
88. তঞ্চনকারী পদার্থ নয়-
অ্যালুমিনিয়াম সালফেট
সোডিয়াম অ্যালুমিনেট
ফেরিক সালফেট
ক্যালসিয়াম সালফেট
89. ব্লিচিং পাউডারে ক্লোরিনের পরিমাণ-
১৫%-২৫%
২৫%-৩৫%
২০%-৩০%
৩০%-৪০%
90. টারবাইন পাম্পের পাম্প ইউনিট কত নিচে থাকে?
14-20 ফুট
18-24 ফুট
24-30 ফুট
20-30 ফুট
91. যৌথ সিউয়ার ডিজাইনের ক্ষেত্রে সাধারণ শুদ্ধ আবহধারা কত গুণ ধরা হয়?
১.৫ গুণ
২গুণ
২.৫ গুণ
২.২৫ গুণ
94. নিচের কোনটির উপস্থিতিতে পানির স্থায়ী খরতা হয়?
ক্যালসিয়াম বাইকার্বনেট
ক্যালসিয়াম সালফেট
ক্যালসিয়াম কার্বনেট
কোনোটিই নয়
95. For irrigation purpose the pH value of water should be-.
between 3 and 6
between 6 and 8.5
between 8.5 and 11
more than 11
98. ভবিষ্যৎ জনসংখ্যা নিরূপণের নির্ভরযোগ্য পদ্ধতি কোনটি?
বৃদ্ধির গড় বৃদ্ধি পদ্ধতি
শতকরা বৃদ্ধির হ্রাস পদ্ধতি
গড় শতকরা বৃদ্ধি পদ্ধতি
গড় বৃদ্ধি পদ্ধতি
100. পানি শোধনাগারে ফ্লক (Flock) তৈরির প্রক্রিয়াকে বলে-
ফ্লোকুলেশন
ডিসইনফেকশন
সেডিমেনটেশন
ফিস্ট্রেশন