MCQ
101. সঞ্চিত গ্যাস যাতে বিপরীত জন্য ব্যবহার করা হয়- দিকে আসতে না পারে তার জন্য ব্যাবহার করা হয়
Soil Pipe
Trap
Vent
Headroom
102. সবচেয়ে বেশি হেডরুম পাওয়া যায় কোন সিউয়ারে?
ডিম্বাকার সিউয়ারে
আয়তাকার
অধোমুখ ডিম্বাকার সিউয়ারে
ত্রিভুজাকার
103. ১৫ সেমি ব্যাস পর্যন্ত সিউয়ারের স্বধৌত বেগ কত?
১ মি./সেকেন্ড
১.৫ মিটার/সে
০.৭৫ মি./সে
০.৫ মি./সে
104. সালেজ-এ অন্তর্ভুক্ত নয়-
রান্নাঘর থেকে নির্গত নোংরা জল
কলতলা ও হাত-মুখ ধৌত করা নোংরা জল
স্নানাগার থেকে নির্গত নোংরা জল
কসাইখানা ও হাসপাতালের অস্ত্রোপচার থেকে থেকে নির্গত তরল
105. পানি সরবরাহ প্রকল্পে অপচয়ের জন্য পানির পরিমাণ-
5-10%
7-14%
10-15%
8-16%
106. মাথাপিছু সালেজের পরিমাণ কত?
৯০-২২৫ লিটার
৯০-১০০ লিটার
১০০-১৫০ লিটার
৯০-১২৫ লিটার
107. মাথাপিছু Garbage-এর পরিমাণ কত কেজি ধরা হয়?
০.১৫-০.২৫
১.০-১.১
০.১-০.২ ০
.৫-০.৭
108. পানিতে ক্যালগন মিশানোর পরিমাণ-
0.25-1.75 ppm
0.75-2.25 ppm
0.50-2 pmm
1-2.50 ppm
109. পানি সরবরাহ প্রকল্পের ডিজাইন পিরিয়ড কত ধরা হয়?
25-40 বছর
30-45 বছর
20-35 বছর
15-30 বছর
110. স্বয়ংক্রিয়ভাবে পানিকে একদিকে প্রবাহিত করতে ব্যবহার করা হয়-
গেট ভালভ
রিলিফ ভালভ
স্টপ ভালভ
চেক ভালভ
111. সিউয়ারেজ সিস্টেমে বাংলাদেশে কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
খোলা পদ্ধতি
যুক্ত পদ্ধতি
স্বতন্ত্র পদ্ধতি
আংশিক স্বতন্ত্র পদ্ধতি
112. সিউয়েজে শতকরা কত ভাগ তরল থাকে?
৯৯%
৮০%
৯৯.১%
৯৯.৯%
113. বিশুদ্ধ পানির pH মান হলো-
6
6.5
7
7.5
114. সেপটিক ট্যাঙ্কের দুই কক্ষের মাঝের ওয়ালকে বলা হয়-
Whope wall
Wing wall
বাফেল ওয়াল
Pier
115. সিউয়ার অথবা ড্রেনের ভিতরের সর্বনিম্ন অংশকে বলা হয়-
Crude
Infiltration
Vent
Invert
116. যে স্থানে সিউয়ার দিক পরিবর্তন করে সে স্থানে ব্যবহৃত হয়-
Vent Pipe
Trap
Bend Pipe
Soil Pipe
117. 100 শয্যাবিশিষ্ট হাসপাতালের জন্য মাথাপিছু পানির চাহিদা-
320 লিটার
445 লিটার
340 লিটার
455 লিটার
118. অগ্নিনির্বাপণের জন্য পানির পরিমাণ ধরা হয়-
5%
10%
7%
12%
119. স্যানিটারি সিস্টেমে সিউয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ আকার হয়-
৫ সেমি এবং ১০০ সেমি
১৫ সেমি এবং ১২০ সেমি
১০ সেমি এবং ১৮০ সেমি
১০ সেমি এবং ১৫০ সেমি
120. অবরুদ্ধ পানি ধারক স্তর পর্যন্ত প্রসারিত কূপকে বলে-
অগভীর কূপ
অভিকর্ষ কৃপ
গভীর কূপ
আর্টেসীয় কূপ