Image
এস্টিমেটিং এন্ড কস্টিং Questions
21. ঢেউটিনের প্রমাণ প্রস্থ কত?
৯০ সেমি
৭০ সেমি
৬০ সেমি
৮০ সেমি
22. কোনো কালভার্টের ডেকস্ল্যাবের ঢালাই-এর পরিমাণ ১২৫০ ঘনফুট। সিমেন্টের পরিমাণ ১০% হলে কত ব্যাগ সিমেন্ট লাগবে?
১২৫ ব্যাগ
১০৫ ব্যাগ
১৩০ ব্যাগ
১০০ ব্যাগ
23. কোনো কালভার্টের মোট ঢালাই যদি ১০,০০০ ঘনফুট হয় এবং তাতে ৫% রিইনফোর্সমেন্ট ব্যবহৃত হয়, তাহলে কত কুইন্টাল রিইনফোসমেন্ট লাগবে?
২.২৩২
৩.২৩২
২.০০
২.১০
24. ল্যাপ-এর জন্য দৈর্ঘ্য (Compression)-
২০D
২৪D
৩০D
৮৮D
25. ঢেউটিনের ঢেউ-এর সংখ্যা-
১৫টি
১২টি
১০টি
৮টি
26. ঢেউটিনের প্রান্ত চাপানো হয় সাধারণত-
১৮ সেমি
১২ সেমি
২০ সেমি
১৫ সেমি
27. ২৪ গেজি শিটের ১ কুইন্টাল বান্ডিলের দৈর্ঘ্য হয়-
২৫.৫০ মিটার
২১.৫০ মিটার
২০.০ মিটার
২২ মিটার
28. ৫ মিমি পুরু ১ বর্গমিটার কাচের ওজন-
১৩.৪৫ কেজি
১৫ কেজি
১৪.৫ কেজি
১৭ কেজি
29. ভিতরের দেয়ালে প্লাস্টারের পুরুত্ব সাধারণত-
১২ মিমি
১৫ মিমি
১০ মিমি
১৯ মিমি
30. ব্যবহৃত রিইনফোর্সমেন্টের দৈর্ঘ্য কত মিটারের অধিক হলে ল্যাপ ধরতে হয়?
৫ মিটার
৬ মিটার
১০ মিটার
৮ মিটার
31. বাইরের দেয়ালের প্লাস্টারের পুরুত্ব সাধারণত-
১৯ মিমি
১০ মিমি
৮ মিমি
১২ মিমি
32. রাজউকের নিয়ম অনুসারে ৩ কাঠার প্লটের কত অংশে ইমারত নির্মাণ করা যায়?
55.5%
65%
50%
62.5%
33. RCC Beam Tension Zone Laping ধরা হয় (হুক বাদে)-
80 D
৩০ D
৩৫ D
৪৫ D
34. ঘরের মেঝে স্যাঁতসেঁতে না হওয়ার জন্য Plinth Level-এ দেয়ালে নিচে দেওয়া হয়-
RCC
Lime Concrete
DPC
Plaster
35. টাই-এর দৈর্ঘ্য হলো-
কভার বাদে চারদিকে যোগফল +৩০ সেমি •
কভার বাদে চারদিকে যোগফল+ ১০ সেমি
কভারসহ চারদিকে যোগফল + ৫ সেমি•
কভার বাদে চারদিকে যোগফল + ২০ সেমি
36. হুকসহ ল্যাপ Compression-এর জন্য রডের দৈর্ঘ্য হয়-
৪৮ D
৫০ D
৩৬ D
88 D
37. রেলিং-এর গোড়ায় ফুটপাথ সদৃশ ঢালাইকে বলে-
হুইল গার্ড
ওয়্যার গার্ড
ব্যাটার গার্ড
কোনোটিই নয়
38. ২৪ গেজি সিআই শিট প্রতি বর্গমিটারের ওজন-
৫ কেজি
৮ কেজি
৬ কেজি
৭ কেজি
39. প্রতি কুইন্টাল রিইনফোর্সমেন্টের জন্য নরম বাঁধন তার (Binding wire) কত কেজি ধরা হয়?
২ কেজি
৩ কেজি
১ কেজি
১.৫ কেজি
40. আরসিসি মেম্বারের প্লাস্টারের পুরুত্ব সাধারণত-
৭ মিমি
১০ মিমি
১২ মিমি
৬ মিমি