EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

এস্টিমেটিং এন্ড কস্টিং MCQ
321. একটি পুকুরের আয়তন বের করার ক্ষেত্রে নিম্নের কোন তথ্যটি অপরিহার্য?
ক্ষেত্রফল ও গভীরতা
কংন্টর ম্যাপ
দৈর্ঘ্য ও প্রস্থ
মাঝ বরাবর ব্যবচ্ছেদ চিত্র
ব্যাখ্যা: তথ্য: একটি পুকুরের আয়তন বের করার ক্ষেত্রে, দৈর্ঘ্য ও প্রন্থ দেওয়া থাকলে সর্বোচ্চ ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। বাট, ক্ষেত্রফল ও গভীরতা দেওয়া থাকলে আয়তন নির্ণয় সম্ভব। উত্তর:ক
322. জলছাদ তৈরিতে চুন, সুরকি ও খোয়ার অনুপাত হচ্ছে-
১:২:৪
১:৩:৬
২:২:৭
২:২:৫
ব্যাখ্যা: তথ্য: Building এর সর্বোচ্চ তলার ছাদকে রোদ বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য এবং ঘরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখার জন্য ছাদেও উপর চুন, সুরকি ও খোয়ার (২:২:৭) সাহায্যে কমপক্ষে তিন ইঞ্চি পুরুত্বের একটি আলাদা আবরণ দেয়া হয়। একে জলছাদ বলে।
323. ইট প্রস্তুত করার মাটিতে যার পরিমান সর্বাধিক থাকা আবশ্যক
Iron oxide
Alumia
silica
Lime
324. RCC Footing এর নিচে ন্যূনতম কত কভারিং দিতে হবে। [DM SAE 2019]
40 mm
65 mm
50 mm
75mm
ব্যাখ্যা: ব্যাখ্যা: কভারিং (Covering): রডের বাইরের পৃষ্ঠ থেকে কনক্রিটের পৃষ্ঠ পর্যন্ত কনক্রিটের যে আবরণ তাকে কভারিং (Covering:) বলে। একে ফায়ার প্রুফিং ও বলে। ACI কোড অনুযায়ী কনক্রিটের ন্যূনতম কভারিং নিম্নরুপ: ১. মাটির নিচের কাজে শাটারিং ব্যবহার করলে মুক্ত কভারিং = 6.5 সেমি = 65 mm = ২.৫ ইঞ্চি ২. মাটির সংস্পর্শে থাকলে মুক্ত কভারিং= 7.5 সেমি- ৭৫ মিমি = ৩ ইঞ্চি। সঠিক উত্তর: (d)
325. How many litre of water is required with 1 bag of cement for a water-cement ratio (by weight)of 0.45? 10.45 পানি-সিমেন্ট অনুপাত (ওজন অনুযায়ী ১ ব্যাগ সিমেন্টের জন্য কত লিটার পানির প্রয়োজন?
20
20.5
22.5
27.5
326. ১০০ বর্গমিটার জায়গায় হেরিং বোন সেলিং এর জন্য কতটি ইটের প্রয়োজন?
৩২০০ টি
৫২৫০ টি
৪০০০টি
২৮০ টি
327. ড্রাই ভলিউম ওয়েট ভলিউমের কত গুন?
১ গুন
২ গুন
১.৫ গুন
৩ গুন
328. ইট প্রস্তুত করার মাটিতে যার পরিমান সর্বাধিক থাকা আবশ্যক-
Iron oxide
silika
Alumina
Lime
329. সাধারণত একটি ভবন নির্মানে মোট প্রাক্কলিত ব্যয়ের শতকরা কত Electrification ভাগ কাজে ব্যয় হয়?
২%
৮%
১০%
১৫%
330. সাধারন পোর্টল্যান্ড সিমেন্ট তৈরিতে ক্লিনকার এর সাথে জিপসাম সংমিশ্রণের কারণ -
setting time বৃদ্ধি করা
setting time হ্রাস করা
Fineness বৃদ্ধি করা
সিমেন্টের মূল্য হ্রাস করা
ব্যাখ্যা: তথ্য: জিপসাম সিমেন্টের সেটিং একশন মন্থর করে বা সেটিং টাইম বৃদ্ধি করে। উত্তর: ক
331. স্পাইরাল কলামে খাড়া রডের নূন্যতম সংখ্যা-
৪টি
৫টি
৬টি
৮টি
332. কংক্রিটের compression test-এ ব্যবহৃত সিলিন্ডারের ব্যাস ও উচ্চতা যথাক্রমে-
১৫ সে.মি. ৩০ সে.মি.
৩০ সে.মি. ৩০ সে.মি.
১৫ সে.মি. ১৫ সে.মি,
৩০ সে.মি. ১৫ সে.মি.
333. এক ম্যাগা প্যাসকেল বল সমান কত পিএসআই?
১০ পিএসআই
২৭ পিএসআই
১০০ পিএসআই
১৪৫ পিএসআই
334. ৬০ গ্রেড ইস্পাত এর মূল বৈশিষ্ট্য কী?
আলটিমেট স্ট্রেস্থ ৬০,০০০ পিএসআই
ইন্ড স্ট্রেন্থ ৬০,০০০ পিএসআই
ইলোনগেশন ৬০%
কনভার্ট এলিভেশন
ব্যাখ্যা: তথ্য: ৬০ গ্রেড স্টিল বলতে স্টিলের নমনীয় বিন্দুর শক্তি ৬০,০০০ পিএসআই গ্রেড বলে। উত্তর: খ
336. ১০০ ঘণফুট গাথুনিতে প্রয়োজনীয় ইটের সংখ্যা
500
1000
1200
1500
337. PWD Specification অনুযায়ী মসলা বিহীন ইটের আকার কত?
24.2cm x11.4cm x 7cm
25.4cmx 12.7cmx 7.6cm
24 cm ×11cmx 7cm
None of these
338. ১২.৫ সেমি পুরু ১০০ বর্গমিটার ব্রিক ওয়াল তৈরিতে কতটি ইটের প্রয়োজন?
৪২৫০
৫১২৫
৪৩৩৪
৫৩৪৩
339. একটি প্রথম শ্রেণীর ইটে সিলিকার (SiO₂) পরিমান কত?
৫০%
৬০%
৫৫%
৬৫%
340. একটি প্রথম শ্রেণীর ইটের আদর্শ পরিমপি কোনটি? [PWD- 2001]
9×4×2
9.5" x 4.5" x 2.75"
১০"x 5" x 3"
None of these
ব্যাখ্যা: তথ্য: প্রমাণ সাইজের ইটের মাপ, মসলা বিহীন = 9.5" x 4.5" x 2.75" = 9 × 4 × 2 = 24.2cm × 11.4cm x 7cm.