Image
এস্টিমেটিং এন্ড কস্টিং MCQ
141. মাটির কাজের পরিমাণ নির্ণয়ে নিচের কোন সূত্রটি তুলনামূলকভাবে নির্ভরযোগ্য?
গড় প্রস্থচ্ছেদ সূত্র
মধ্য প্রস্থচ্ছেদ সূত্র
প্রিজমডোল সূত্র
সবগুলোই
কোনোটিই নয়
144. এক বর্গমিটার জায়গা হেরিং বোন বন্ড করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা কত -
31 টি
52 টি
42 টি
62 টি
145. ১ হেক্টর সমান-
১০০০০ বর্গমিটার
১০০০ বর্গমিটার
১০০০০০ বর্গমিটার
১০০ বর্গমিটার
146. ১:১.৫:৩ অনুপাতের ২.৮ ঘনমিটার কনক্রিটে বালুর পরিমাণ-
৫৫ ঘনফুট
৪৫ ঘনফুট
৩০ ঘনফুট
৩৫ ঘনফুট
147. একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল –
ভূমি × উচ্চতা
1/2 (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × উচ্চতা)
½ × ভূমি × উচ্চতা
সামান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য উচ্চতা
148. ১:৩:৬ অনুপাতে ১০০ কনক্রীটে সিমেন্ট প্রয়োজন -
৯ ব্যাগ
১২ ব্যাগ
১০ ব্যাগ
১১ ব্যাগ
149. একটি-বাঁধের উপরি গ্রন্থ ৬মি, উচ্চতা ২মি এবং ঢাল ১: ২ হলে বাঁধের নিচের প্রস্থ কত?
৮৬ মিটার
১০ মিটার
১২ মিটার
১৪ মিটার
150. ৬০০ মিমি ডায়া ও ৩০ মিটার দীর্ঘ একটি কাষ্ট ইন সিটু পাইল ১:১.৫:৩ অনুপাতে ঢালাই করতে সিমেন্ট প্রয়োজন-
৬৬ ব্যাগ
৬০ ব্যাগ
৭৫ ব্যাগ
৫০ ব্যাগ
151. 1: 2: 4 অনুপাতে 200cft কংক্রিটের জন্য coarse aggregate এর পরিমান আনুমানিক কত?
170 cft
100 cfl
200 cft
136 cft
152. 1:2:4 অনুপাতে 50 ঘনফুট কংক্রিট তৈরি করতে সিমেন্ট লাগে কত ব্যাগ?
5 ব্যাগ
9 ব্যাগ
7.5 ব্যাগ
11ব্যাগ
155. ১০০ বর্গফুট HBB- এর জন্য ইটের প্রয়োজন বিষয়ক মন্ত্রণালয় -
৬০০টি
৫০০টি
৪৫০টি
৫৫০টি
157. ১৪৩:৬ অনুপাতের ১০ ঘনমিটার সিমেন্ট কংক্রিটে সিমেন্টের পরিমাণ কত ?
40 ব্যাগ
45 ব্যাগ
44 ব্যাগ
46 ব্যাগ
158. W/C এর অনুপাত ০.৪৫, ১ ব্যাগ সিমেন্টে পানির প্রয়োজন
২০.০ লিটার
৩০.০ লিটার
২২.৫ লিটার
কোনোটিই নয়
160. ১০৬ অনুপাতে ১৫’-০" লম্বা, ৯’-০’ চওড়া ও ১০’’ পুরু একটি ইটের গাঁথুনি করতে প্রতি ঘনমিটার ৩০০০.০০ টাকা হিসাবে খরচ পড়বে-
৩,০০০.০০ টাকা
৯,৪১২.০০ টাকা
১০,৫০০.০০ টাকা
৯,০০০,০০ টাকা