MCQ
21. প্রজেক্ট নেটওয়ার্কে জমি Activity এর জন্য ব্যয়িত সময়-
উত্তরসূরি অ্যাকটিভিটির সময়।
শূণ্য
পূর্বসূরি অ্যাকটিভিটির সময়
কোনটিই নয়
22. কংক্রিট test এ 100 mm cube এর compressive strength 150 mm cube এর চেয়ে সর্বদা-
কম হবে
বেশি হবে
সমান হবে
কোনোটিই নয়
23. Concrete এর workability নির্ণয় করা পরীক্ষার নাম-
Ductility test .
Water absorption
Slump test
Water permeability
24. RCC beam বা slab এর জন্য সর্বোচ্চ slump কত গ্রহণযোগ্য
১০ সেমি
১৫ সেমি
২০ সেমি
২৫ সেমি
25. ফ্লোরে damp প্রতিরোধে ব্যবহার করা হয়
RCC
DPC
Plaster
Lime Concrete
26. কংক্রিটের প্রাথমিক সেটের শক্তি স্বাভাবিক করতে সর্বাধিক ব্যবহৃত admixture হচ্ছে-
জিপসাম
ক্যালসিয়াম ক্লোরাইড
ক্যালসিয়াম কার্বোনেট
কোনোটিই নয়
27. Tender earnest money শতকরা কত রাখা হয়?
1%
5%
2%
10%
28. Critical Path-
সবসময় দীর্ঘ হবে
সবসময় ছোট হবে
কখনও কখনও দীর্ঘ হতে পারে
কখনও কখনও ছোট হতে পারে
29. সিস্টেম সেফটি প্রক্রিয়া MORT এর পূর্ণরূপ
More observation and Repetitive training
More observation and Repetitive training
Management Oversight and risk tree
Management Objectives and Regulatory training
30. কংক্রিটের কার্যোপযোগীতা সরাসরি সমানুপাতিক হবে-
সিমেন্ট-খোয়ার অনুপাত
সিমেন্ট পানির অনুপাত
খোয়ার গ্রেডিং এর উপর
সবগুলো
31. WBS এর ক্ষেত্রে কোনটি পরিলক্ষিত হয়?
ব্যাবস্থাপনা চক্রের ধাপ
প্রজেক্টের সুযোগ
প্রজেক্টের সময়
প্রজেক্টের মূল্য নির্ণয়
32. নিম্নের কোনটি প্রজেক্টের Constrained নয়?
সুযোগ
সিসোর্স
প্রজেক্ট টিম
বাজেট
33. Procurement control এর প্রক্রিয়া কীসের অন্তর্ভুক্ত-
প্লানিং
ক্লোজিং
মনিটরিং কন্ট্রোল
অপারেশন