Image
MCQ
201. বহুদূরে কয়েকজনের মধ্যে মতবিনিময়ের অত্যাধুনিক পদ্ধতি-
ই-মেইল
টেলিকনফারেন্স
ভিডিও কনফারেন্স
বুলেটিন
202. Optical fiber-এর ভেতর দিয়ে data পাঠানোর মূলনীতি কোনটি?
Total internal refraction
Total external refraction
Total internal reflection
Total external reflection
204. 10V-এর আউটপুট ভোল্টেজ এবং 1mV-এর নয়েজ ভোল্টেজ উদ্ভূত একটি অ্যামপ্লিফায়ারের সিগন্যাল/নয়েজ রেশিও কত হবে?
80dB
-40dB
100dB
40dB
205. CAT-6 cable ব্যবহৃত হয়ে থাকে-
পাওয়ার সার্কিটে
control সার্কিটে
নেটওয়ার্ক সার্কিটে
টেলিফোন সার্কিটে
207. ঢাকা বেতার কেন্দ্র মিডিয়াম ওয়েভে 6301Hz-এ অনুষ্ঠান সম্প্রচার করে। রেডিও তরঙ্গের বেগ 3 x 10'8 msg’-1 হলে তরঙ্গদৈর্ঘ্য কত হবে?
476190m
476.19m
476190cm
467.19cm
209. টিভি পিকচারের উইডল/টিভি পিকচারের হাইট অনুপাতকে বলা হয়-
অ্যাসপেক্ট রেশিও
সাইজ রেশিও
পিকচার রেশিও
ডাইমেনশনাল রেশিও