Image
Questions
21. পাকিস্তান ও আফগানিস্তান-এর মধ্যে যে আন্তর্জাতিক সীমানা চিহ্নিতকরণ রেখা আছে। সেটির নাম কি?
ডুরান্ড লাইন
তালেবান লাইন
ম্যাকমোহন লাইন
র‍্যাডক্লিফ লাইন
22. ওডার নীচ নদী --
পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
পশ্চিম জার্মানি ও চেকোশ্লোভাকিয়ার মধ্যে সীমা নির্ধারক
পশ্চিম জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
সংযুক্ত জার্মান ও ফ্রান্সের মধ্যে সীমা নির্ধারক
23. জার্মান আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা কোনটি?
ডুরান্ড লাইন
ম্যাজিনো লাইন
হিন্ডারবার্গ লাইন
ম্যাকমোহন লাইন
24. ডুরান্ড লাইন (Durand Line) কি?
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমারেখা
ভারত ও চীনের মধ্যকার সীমারেখা
ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমারেখা
উপরের কোনোটিই নয়
25. ব্লু লাইন কোন দেশ দুটিকে পৃথক করেছে?
লেবানন ও ইসরায়েল
উত্তর ও দক্ষিণ কোরিয়া
সিরিয়া ও তুরস্ক
রাশিয়া ও ফিনল্যান্ড
26. ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কী?
ম্যাকমোহন লাইন
র‍্যাডক্লিফ লাইন
ডুরান্ড লাইন
ম্যাকনামারা
27. 'লাইন অব কন্ট্রোল' কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা?
China and India
North Korea and South Korea
Pakistan and Afganistan
Pakistan and India
29. ওয়ালেস-এর লাইন কোন কোন অঞ্চলের মধ্যকার কাল্পনিক সীমারেখা?
এশিয়া ও অস্ট্রেলিয়া
ওরিয়েন্টাল ও অস্ট্রেলিয়া
আফ্রিকা ও মাদাগাস্কার
উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা
31. 'নর্দার্ন লিমিট লাইন' কোন দুটি দেশের বিরোধপূর্ণ স্থান?
চীন ও ভারত
চীন ও মায়ানমার
সুদান ও দক্ষিণ সুদান
উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া
32. 'লাইন অব এ্যাকচুয়াল কন্ট্রোল' কোন দু'টি দেশের সীমানা বিভাগকারী রেখা?
ইসরায়েল ও লেবানন
ভারত ও পাকিস্তান
চীন ও ভারত
ফ্রান্স ও জার্মানী