MCQ
1. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যাকার সীমারেখা ----
ডুরাল্ড লাইন
ম্যাজিনো রেখা
৩৮তম অক্ষরেখা
ম্যাকমোহন লাইন
2. উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সীমারেখা কোনটি?
17th Parallel (১৭তম অক্ষরেখা)
30th Parallel (৩০তম অক্ষরেখা)
18th Parallel (১৮তম অক্ষরেখা)
38th Parallel (৩৮তম অক্ষরেখা)
3. North and South Korea are divided by the-
17th parallel
38th parallel
30th parallel
18th parallel
4. পাকিস্তান ও আফগানিস্তান-এর মধ্যে যে আন্তর্জাতিক চিহ্নিতকরণ রেখা আছে। সেটির নাম কি?
ডুরাল্ড লাইন
ম্যাকমোহন লাইন
তালেবান লাইন
র্যাডক্লিফ লাইন
5. লাইন অব কন্ট্রোল' কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা?
ইসরাইল ও জর্ডান
দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
চীন ও তাইওয়ান
ভারত ও পাকিস্তান
ব্যাখ্যা: Hints: জম্মু ও কাশ্মীর অঞ্চলে পাকিস্তান ও ভারতের মধ্যকার সীমান্তবর্তী রেখা Line of Contol (LoC) বা নিয়ন্ত্রণ রেখা। চীন নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর অঞ্চল থেকে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর অঞ্চল পৃথক করেছে Line of Actual Line (LAC) বাmপ্রকৃত নিয়ন্ত্রণ রেখা।
6. 'ম্যাকমোহন লাইন' কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
India-Pakistan
India-China
China-Tibet
India-Bhutan
7. The term 38° Parallel North refers to the border separating -
North Korea and South Korea
Japan and South Korea
Mongolia and China
North Vietnam and South Vietnam
8. ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির সময় ভারত ও পাকিস্তানের মধ্যে নিরূপিত সীমারেখা-
ম্যাকমোহন লাইন
ম্যানারহেইম লাইন
ডুরাল্ড লাইন
র্যাডক্লিফ লাইন
9. 'ম্যাকমোহন লাইন' কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
চীন ও রাশিয়া
পাকিস্তান ও আফগানিস্তান
ভারত ও পাকিস্তান
চীন ও ভারত
10. জার্মাণ আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা কোনটি?
ডুরাল্ড লাইন
হিন্ডারবার্গ লাইন
ম্যাজিনো লাইন
ম্যাকমোহন লাইন
11. 'ডুরাল্ড লাইন' কি?
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমারেখা
ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমারেখা
উপরের কোনটিই নয়
ভারত ও চীনের মধ্যকার সীমারেখা
12. জার্মানি কর্তৃক জার্মান ফ্রান্স সীমান্ত নির্মিত সীমানারেখার নাম কি?
ওডের-নিস লাইন
সিগফ্রিড লাইন
সনোরা লাইন
ম্যাকনামারা লাইন
কার্জন লাইন
13. ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কি?
ম্যাকমোহন লাইন।
রেডলাইন
ডুরাল্ড লাইন।
র্যাডক্লিফ লাইন
14. Line of Control' is a boundary between which countries?
China and India
North Korea and South Korea
Pakistan and Afganistan
Pakistan and India
15. ভারত ও আফগানিস্তানের মধ্যকার সীমানা চিহ্নিত লাইন-
ডুরাল্ড লাইন
র্যাডক্লিফ লাইন
এলওসি
ম্যাজিনো লাইন
Job Preparation
Civil MCQ
সাধারণ জ্ঞান
Himalay Sen Sir
আন্তর্জাতিক বিষয়াবলী
Engineering classroom
গুরুত্বপূর্ণ সীমারেখা ও অঞ্চল
ব্যাখ্যা: Note: বর্তমানে ভারত ও আফগানিক্সনের মধ্যে কোন সীমারেখা নেই। ব্রিটিশ আমলে ভারতবর্ষ ও আফগানিস্তানের মধ্যে সীমারেখা লাইন ছিল ডুরাল্ড লাইন। বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তানের সীমারেখা লাইন ডুরান্ড লাইন।
16. 'ডুরাল্ড লাইন' কোন দুটি দেশের সীমান্ত রেখা?
বাংলাদেশ-ভারত
ভারত-চীন
পাকিস্তান-আফগানিস্তান
ভুটান-ভারত
17. মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি?
সনোরা লাইন
ডুরান্ড লাইন
ম্যাকনামারা লাইন
হিন্ডারবার্গ লাইন
18. ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির সময় ভারত ও বাংলাদেশের মধ্যে নিরূপিত সীমারেখা-
র্যাডক্লিফ লাইন
ম্যাকমোহন রেখা
ডুরাল্ড রেখা
ম্যানারহিম রেখা'
19. North & South Korea are divided by the--
17th Parallel (১৭তম অক্ষরেখা)
30th Parallel (৩০তম অক্ষরেখা)
38th Parallel (৩৮তম অক্ষরেখা)
18th Parallel (১৮তম অক্ষরেখা)
20. র্যাডক্লিফ লাইন' কোন দু'টি দেশের চিহ্নিত সীমারেখা?
জার্মানি-ফ্রান্স '
উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া
ভারত-চীন
ভারত-পাকিস্তান