Image
জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
41. ট্রাই একসিয়াল টেস্টে স্পেসিম্যানটি কি দিয়ে আবৃত থাকে?
মেটাল যারা
রাবার মেমব্রেন
তার জালি দ্বারা
কোনটি নয়
42. ট্রাই একসিয়াল টেস্টে বিকৃতির মাত্রা সর্বাধিক কত ধরা হয়?
২৫%
২৭%
২০%
৩০%
43. নম্য ভার সম্যতা কখন সৃষ্টি হয়?
সক্রিয় চাপে
নিশ্চল চাপে
নিশ্চেষ্ট চাপে
কোনটি নয়
44. Soil এর কোন Property বের করার জন্য Unconfined Compressive test করা হয়?
Compressibillity
Shear strenght
Density
Specific gravity
47. Soil laboratory তে hydrometer কি হিসেবে ব্যবহৃত হয়?
Shear Strengh বের করার কাজ
Soil- এর Water content বের করার কাজ
grain size বের করার কাজ
Soil- এর dencsity বের করার কাজ
48. শক্ত মৃত্তিকার অন্য N. এর মান কত?
৩১-৪০
৫১ থেকে ৬০
৬১ থেকে ৭০
৪১ থেকে ৫০
54. আদর্শ প্রকটর পরীক্ষায় মৃত্তিকা দৃঢ়করণ কালে হাতুড়িকে কত উঁচু থেকে ফেলতে হয়?
৩০.৫ সে.মি.
৩৫.৫ সে.মি.
৩৫ সে.মি.
২৮ সে.মি.
56. সংগ্রাহকে অক্ষত নমুনা সংগ্রহের জন্য ইনসাইড ক্লিয়ারেন্সের পরিমাণ কত হওয়া উচিত?
০১% থেকে ২%
৩% থেকে ৬%
৬% থেকে ১২%
০.৫% থেকে ৩%
57. প্রকটোর টেষ্ট এর প্রতি জ্বরের মৃত্তিকা দৃঢ়করণের কতবার ফেলতে হবে?
৪৫ বার
২৫ বার
৩০ বার
৫০ বার
58. প্লেট লোড টেস্টে ব্যবহৃত বিয়ারিং প্লেটের আকার-
15 cm x 15 cm.
25 cm x 25cm
50 cm x 50 cm
30 cm x 30 cm
60. নিষ্ফল তলে সক্রিয় চাপের পরিমাণ-
কম
সর্বাধিক
উপরে তলের সমান
কোনটি নয়