Image
জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
381. একটি মাটির নমুনার ভয়েড রেশিও এর মান ০.৩ হলে পরোসিটি কত?
২.৩০
০.২৩
০.০২৩
০.০০২৩
382. টেরাকোটা তৈরির মূল উপাদান হচ্ছে-
সিমেন্ট
মাটি
মাটি ও সিমেন্ট
আয়রন
383. আদর্শ প্রক্টর পরীক্ষায় মাটিকে দৃঢ়করণের জন্য ব্যবহৃত হাতুড়ির ওজন-
৫.৫ কেজি
৩.৫ কেজি
৪.৫ কেজি
২.৫ কেজি
385. মৃত্তিকার স্পর্শকাতরতা (Sensitivity) একটি গুরুত্বপূর্ণ। বিষয়, একে সাধারণত S_t ধারা প্রকাশ করা হয়। অতিরিক্ত স্পর্শকাতরতার মৃত্তিকার S_t মান কোনটি? [PPA-23]
৬.০০ হতে ১২.০০
১০.০০ হতে ১৮.০০
১৬.০০ হতে ২০.০০
৮.০০ হতে ১৬.০০
386. নিচের কোনটি মাটি পরীক্ষা পদ্ধতি নয়?
কোর বোরিং
ওয়াশ বোরিং
পারকুশন বোরিং
টেস্ট সিলিন্ডার
387. মাটির ঘনত্বসূচক মান সর্ব্বোচ্চ কত?
০.১
১.৫০
১.০০
২.০০
388. The uniformity co -efficient of soil is defiend as the ratio of (মাটির সমরুপতা সহগের অনুপাত)
D40 to D10
D 40 to D20
D50 10 D10
D60 10 D10
389. তরলের এক স্তরের সংলগ্ন অন্য স্তরের গতি প্রতিরোধী বৈশিষ্ট্যকে বলে?
Surface Tension
Viscosity
Capillarity
compressibility
390. Soil-এর কোন Property বের করার জন্য Unconfined compressive test করা হয়? (MOEF-19)
Shear strength
Density
Specific gravity
Compressibity
391. চারটি Matarial A, B, C. এবং D এর CBR যথাক্রমে ৩০% ১৫%, ৪০%, ২৫% হলে সবচেয়ে শক্ত (Hardest materials) হবে-
A
B
C
D
392. যে আকারের এগ্রিগেট সবচেয়ে বেশি ভয়েড সৃষ্টি করে-
Angular
Unuqalsized.
Round
None of this
393. মাটির ভার বহন ক্ষমতা নির্ভর করে কিসের উপর?
ফাউন্ডেশন- এর ধরন
ফাউন্ডেশন- এর গভীরতা
ফাউন্ডেশন- এর আকার ও আকৃতি
উপরের সবগুলো
394. Schmidt Rebound Hammer দিয়ে concrete এর কী Test করা হয়?
Testing strength
Flexural strength
Modulus of Elasticity
Non- destructive test
395. ট্রাই-এক্সিয়াল টেস্টে মাটিকে কী টেস্ট করা হয়?
কমপেকশন টেস্ট
কনসোলিডেশন টেস্ট
শিয়ার স্ট্রেস্থ টেস্ট
টেনসাইল স্ট্রেস্থ টেস্ট
396. The liquid limit minus plastic is termed as (লিকুইড লিমিট হতে প্লাস্টিক লিমিট বিয়োজনকে বলে -)
flow index
Plasticity index
shrinkage index
liquidity index
397. কুপিং বলতে নিচের কোনটি বুঝায়?
গ্রাউটিং করার পদ্ধতি
মাটি সীমাবদ্ধ করার পদ্ধতি
মাটির কম্প্যাকশন করার পদ্ধতি
ভিত্তির গভীরতা বৃদ্ধির পদ্ধতি