Image
জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
361. Constant head permeameter দিয়ে কোন ধরনের Soil-এর Permeability নির্ণয় করা হয়? [MOLE-19]
Coarse sand
Silt
Fine sand
Clay
362. মাটির Liquid Limit = 50%, Plastic Limit = 30% হলে এর Plasticity Index কত? [MOLE-19]
80%
20%
30%
0.6
363. SPT-এর থেকে Soil-এর কোন Property বের করা হয়?[MOEF-19]
Tensile strength
Permeability
Specific gravity
Bearing capacity
364. নিচের কোন পরীক্ষাটি মাটি পরীক্ষা পদ্ধতি নয়? [RAJUK-17]
Core boaring
Test cylinder
Test Pile
Wash boring
কোনোটিই নয়
365. কোনো Soil-এর PI (Plasticity Index) = 0 হলে, সেটি- [MOLE-19]
Sand
Silt
Clay
Clayey silt
366. SPT পরীক্ষায় Hammer Fall-এর উচ্চতা কত? [DM-19]
24 inch
30 inch
28 inch
36 inch
367. Clay soil-এ SPT value দুই (২) হলে Soil-টি- (DSCC-17, MOLE-19, BEPZA-23]
soft
medium
hard
stiff
368. এমআইটি শ্রেণিবিন্যাস (MIT Classification) অনুসারে সর্বোচ্চ কত মাপের মাটিকে বালি হিসাবে ধরা হয়? [MODMR-06]
২.০০ মিমি
০.০২ মিমি
০.২ মিমি
০.০০২ মিমি
369. কোন ধরনের মাটির ভারবহন ক্ষমতা বেশি? [PPA-18]
বেলেমাটি
এঁটেল মাটি
দোআঁশ মাটি
বালি
কোনোটিই নয়
370. Hydrometer reading-এ কী Correction করা হয়? [MOCA-19]
Temperature
Dispersing agent
Meniscus
উপরোক্ত সব
371. ড্রাই ভলিউম (Volume), ওয়েট ভলিউমের কত গুণ? [PWD-04]
১.৫
373. কোনো মৃত্তিকার তারল্য সীমা ২০% কম হলে কোন শ্রেণির মৃত্তিকা? [BGDCL-17]
নম্যতা
পলি
বেলে
কাদা
374. নিচের কোন প্রকার মাটির ভিতর দিয়ে সবচেয়ে সহজে পানি প্রবাহিত হতে পারে? [MOLE-19]
গ্র্যাভেল
মোটা বালু
চিকন বালু
Clay
375. ট্রাই-অ্যাক্সিয়াল টেস্টে বিভিন্ন মৃত্তিকার টেস্ট করা হয়- [R&H-06]
কমপ্যাকশন
কনসলিডেশন
শিয়ার স্ট্রেংথ
টেনসাইল স্ট্রেংথ
376. গ্রুপ ইনডেক্সের মান যত কম হবে সে মাটি সাবগ্রেডের জন্য তত--[BGDCL-17]
উপযোগী হবে
দৃঢ়াবন্ধ হবে
অনুপযোগী হবে
কোনোটিই নয়
সবগুলোই
377. Soil-এর Bearing capacity নির্ণয় করার জন্য প্লেট লোড টেস্টে ব্যবহৃত চতুর্ভুজাকৃতির বিয়ারিং প্লেটের সাইজ- [MOLE-19]
<300mm
750mm to 1m
300 to 750mm
> 1m
378. I_D- এর সর্বোচ্চ মান কত হতে পারে? [R&H-06]
8
379. Permeability কোন পরীক্ষা থেকে বের করা হয়? (MOLE-19)
Consolidation test
Direct shear test
Standard penetration test
কোনোটিই নয়
380. Over dry করার জন্য মাটি কত তাপমাত্রায় শুকানো হয়? [MOCA-19]
105°C-110°C
100°C-105°C
60°C-70°C
90°C-100°C