জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
201. বাংলাদেশে শক্তির উৎসগুলোর মধ্যে বেশি ব্যবহার হচ্ছে-
Coal
Wind
Natural Gas
Solar
202. Diesel power plant সাধারণত হিসেবে ব্যবহৃত হয়--
Peak loadplant
base load plant
standby plant
কোনোটিই নয়
203. PGCB বিদ্যুৎ--
বিতরণ করে
উৎপাদন করে
সঞ্চালন করে
বিক্রি করে
204. Nuclear Power Plant-এ কোন ধরনের material coolant হিসেবে ব্যবহৃত হয়?
Liquid sodium
graphite
beryllium
সব কয়টি
205. বাংলাদেশের আনুমানিক কত শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধায় আসছে?
৯৪%
৯০%
৮৫%
কোনোটিই নয়
206. নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
কয়লা
সৌরশক্তি
প্রাকৃতিক গ্যাস
তেল
207. কোনটি Grid substation?
33/11 kV
132/11kV
11/132 kV
11.0.kV
208. কোন বিদ্যুৎ কেন্দ্রের দক্ষতা অধিক?
সৌর
থারমাল
কম্বাইন্ড সাইকেল
বায়ু
209. লাইফ লাইন বিদ্যুতায়ন যে-ক্ষেত্রে প্রযোজ্য-
যে-কোনো নিম্নচাপ বিদ্যুৎ গ্রাহকের জন্য
১০ একক এর নিচে ব্যবহারকারী নিম্নচাপ আণবিক বিদ্যুৎ-এর জন্য
১৫ একক এর নিচে ব্যবহারকারী নিম্নচাপ আণবিক বিদ্যুৎ-এর জন্য
২০ একক এর নিচে ব্যবহারকারী নিম্নচাপ আণবিক বিদ্যুৎ-এর জন্য
210. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যাত্রা শুরু কোন সাল থেকে?
১৯৬৬
১৯৭২
১৯৭০
১৯৭৪
211. আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদনে প্রধান যে জ্বালানি ব্যবহার হয়-
nuclear
gas
coal
O2
212. বাংলাদেশে গ্যাসক্ষেত্রের সংখ্যা কত?
২৪টি
২৫টি
২৬টি
২৮টি
213. Nuclear Power Plant-এর কার্যপ্রণালির সাদৃশ্য হলো-
Gas Turbine Power Plant
Water Turbine Power Plant
Steam Turbine Power Plant
Diesel Power Plant
214. পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহৃত হয়-
গ্যাস টারবাইন
ওয়াটার টারবাইন
স্টিম টারবাইন
ডিজেল টারবাইন
215. Solar PV কী ধরনের বিদ্যুৎ উৎপাদন করে?
DC
AC
উভয়- ক, খ
কোনোটিই নয়
216. রূপপুর পারমাণবিক প্রকল্পটি কোন জেলায় হচ্ছে?
কুষ্টিয়া
পাবনা
বগুড়া
দিনাজপুর
217. বাংলাদেশের Power Sector-কে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়?
1
2
3
4
218. Load Factor= 100% মানে-
Peak load Average load
Peak load<Average load
Peak load =Average load
None
219. বাখরাবাদ গ্যাসক্ষেত্র কোন উপজেলায় অবস্থিত?
মুরাদনগর
হোমনা
বাঞ্ছারামপুর
নবীনগর
220. কোন ধরনের power plant-এর running cost সবচেয়ে কম?
Nuclear
Thermal
Hydro
Diesel