Image
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
101. স্টিম টারবাইনে রোটরকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে-
বিয়ারিং
রেড
স্টাফিং বক্স
সিল
102. নিচের কোন ইঞ্জিনটি পাওয়ার প্ল্যান্টে ব্যবহৃত হয় না?
ডিজেল ইঞ্জিন
পেট্রোল ইঞ্জিন
গ্যাস ইঞ্জিন
স্টিম ইঞ্জিন
103. স্টিম পাওয়ার প্ল্যান্টকে প্রধান কয়টি সার্কিটে ভাগ করা হয়?
৩ টি
১ টি
৪ টি
৬ টি
104. এয়ার প্রি-হিটার ব্যবহার করায় নিম্নের সুবিধা পাওয়া যায়-
কম্বাশন বা প্রজ্বলন প্রক্রিয়া সহজতর হয়
ফার্নেসের তাপমাত্রা বৃদ্ধি পায়
বয়লারের কার্যদক্ষতা বৃদ্ধি পায়
উভয়টি
105. কন্ডেন্সার ব্যবহার করায় বয়লারের জ্বালানি খরচ কম হয়-
25% প্রায়
35% প্রায়
30% প্রায়
40% প্রায়
106. ইম্পালস্ টারবাইনের ব্লেড থাকে-
চাকার ভিতর
চাকার চারদিকে
চাকার বাইরে
চাকার চারদিকে কিনারায়
108. থার্মাল পাওয়ার প্ল্যান্টে নিচের কোন কন্ডেন্সার ব্যবহার করা হয়?
সারফেস কন্ডেন্সার
ব্যারোমেটিক কন্ডেন্সার
লো-লেভেল কন্ডেন্সার
ইনজেক্টর কন্ডেন্সার
109. পাওয়ার প্ল্যান্টে কন্ডেন্সার ব্যবহার করলে-
জ্বালানি খরচ কম হয়
স্টিম খরচ কম হয়
পানি খরচ কম হয়
বাতাস কম লাগে
110. বয়লারের সবচেয়ে বেশি তাপ অপচয় হয়-
সুপারহিটারে
এয়ার প্রি-হিটারে
স্টিম উৎপাদনের কাজে
ওয়াটার হিটারে
111. স্টিম টারবাইনকে ঘর্ষণের হাত হতে রক্ষা করে-
লুব্রিক্যান্টস
স্টিম
পানি
গ্যাস
113. কন্ডেন্সার ব্যবহার করায় শূন্যতার সৃষ্টি হয়-
বয়লারে
স্টিম চেম্বারে
চুল্লিতে
টারবাইনে
114. ডিজেল পাওয়ার প্ল্যান্টে ডিজেল ইঞ্জিন ব্যবহৃত হয়-
প্রাইম মুভার হিসেবে
তাপীয় ইঞ্জিন হিসেবে
ইঞ্জিন হিসেবে
ভেহিকেল হিসেবে
115. জরুরি ভিত্তিতে টারবাইন বন্ধের জন্য যে ভালভ ব্যবহৃত হয় তা হলো-
চেক ভালভ
ট্রিপ ভালভ
ফুট ভালভ
থ্রট ভালভ
116. দুই স্ট্রোক ইঞ্জিনে নিম্নের কোন ডিগ্রি ক্র্যাঙ্কশ্যাফট অতিক্রম করে শক্তি উৎপন্ন করে?
180°
360°
540°
720°
120. বাষ্পশক্তি প্রকল্পের সার্বিক দক্ষতা হয়ে থাকে-
20% প্রায়
35% প্রায়
29% প্রায়
40% প্রায়