171. প্রডিউসার গ্যাসে বেশি থাকে-  
                
             
         
        
                    
                            
                    ব্যাখ্যা: ব্যাখ্যা: পাথুরিয়া কয়লা, কোক ইত্যাদি অসমাপ্ত দহন উত্তরমালা প্রক্রিয়ার সময় বাতাস প্রবাহিত করে প্রডিউসার গ্যাস ১০০ খ ১০১ ক তৈরি করা হয়। এতে উপাদান আছে- কার্বন-মনো- অক্সাইড 23%, নাইট্রোজেন-62%, কার্বন ডাই- অক্সাইড 5%, হাইড্রোজেন 6%, মিথেন ৪%। এর তাপীয় মান 1200 কিলোক্যালরি/ঘনমিটার।