Image
ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং Questions
21. রাস্তা নির্মাণে Sub-base course নিচের কোনটির উপরেই বসানো হয়? [BPSC-22]
Sub-grade grade
Base
Wearing surface
None of these
22. রাস্তার শীর্ষবিন্দুকে কী বলে? [BGFCL-21]
ক্যাম্বার
কার্ব
ক্রসফল
ক্রাউন
কোনোটিই নয়
23. Rail-এর Super-elevarion কোন Parameter-এর সাথে বিপরীত আনুপাতিক (Inversely proportional)? [BPSC-22]
Velocity
Radius of the curve
Gauge
কোনোটিই নয়
24. কোন ধরনের রেলপথ সবচেয়ে চওড়া? [BPSC-22]
Narrow Gauge
Broad Gauge
Mitre Gause
Mix Gauge
25. নাট ও বোল্ট কর্তৃক গঠিত জোড়া হলো- [TTC-21]
টানিং জোড়া
রোলিং জোড়া
স্ফেরিক্যাল জোড়া
ক্রু জোড়া
26. রাস্তার বাঁকে Cambering কেন প্রদান করা হয়?/BPSC-22]
রাস্তা সংস্কারের জন্য
ফাটল রোধের জন্য
পানি নিষ্কাশনের জন্য
নিরাপদ ও স্বচ্ছন্দে গাড়ি চালানোর জন্য
29. Round spikes are not used for fixing --- rails on wooden sleepers.
flat footed
double headed
bull headed
all of these
31. কোন ক্ষেত্রে Critical path method ব্যবহার করা হয় না? [BPSC-22]
ভবন নির্মাণ
রাস্তা নির্মাণ
সেতু নির্মাণ
Research and development project
32. California bearing ratio (CBR) Test কী পরীক্ষার কাজে ব্যবহার করা হয়? [BPSC-22]
ভবন
রাস্তা
সেতু
রেললাইন
33. The number of sleepers used per rail length on the track is known as-
sleeper strength
sleeper density
sleeper ratio
all of these
35. কেন্দ্রাতিগ অনুপাত রেলসড়কে কত? [BBA-23]
১/৪
১/৮
১/৬
১/১০
36. ব্রডগেজে কত ফুট লম্বা স্টক রেল ব্যবহার করা হয়? [BGDCL-17, BB-21]
২৪'-০"
৩২'-০"
২৮'-০"
৩৬'-০"
37. ব্রডগেজ রেললাইনের দুই রেলের অভ্যন্তরীণ Face-এর দূরত্ব কত? [BPSC-22]
১০০০ মিমি
১৪৫০ মিমি
১৬৭৬ মিমি
১৭৫০ মিমি
39. The minimum depth of ballast for broad gauge tracks on Indian railways is-
200mm
300mm
250mm
350mm
40. Superelevation on curves is provided by means of-
cant-board
spirit level
straight edge
all of these