MCQ
321. ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে সমভাবে বিস্তৃত লোডের জন্য সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট, M=?
WL/10
WL/11
WL/12
WL/2
322. ACI কোড অনুসারে One-way slab-এর সর্বনিম্ন গভীরতা-
L /12
L/ 25
L /30
L /35
323. একটি Cantilever beam-এর ক্ষেত্রে Main reinforcement কোথায় দেয়া হয়?
Neutral axis-এর নিচে
Neutral axis-এর ওপরে
Neutral axis-এ
উপরের কোনোটিই নয়
324. RCC beam-এ stirrup কেন দেয়া হয়?
Flexural stress নেয়ার জন্য
Concrete-কে ধরে রাখার জন্য
Shear stress নেয়ার জন্য
শুধুমাত্র main reinforcement-কে যথাস্থানে রাখার জন্য
325. Single reinforced beam-এ Effective depth মাপা হয় Compression edge থেকে-
tensile edge পর্যন্ত
centre of tensile reinforcement পর্যন্ত
beam-এর neutral axis পর্যন্ত
ওপরের কোনোটিই নয়
326. কংক্রিটের ক্ষেত্রে Failure load ও Working load-এর অনুপাত সাধারণত কত ধরা হয়?
১.২৫
২.২৫
২.৫
২.৭
327. ACI কোড অনুসারে ছাদ স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব-
6.5cm
7.5cm
8.5cm
9.5cm
328. Retaining wall design-4 Bearing capacity-র জন্য অন্তত কত Factor of Safety রাখা উচিত?
2
3
2.5
4
329. Simply supported reinforced concrete beam-4 Main reinforcement কোথায় দেয়া হয়?
Neutral axis-এর নিচে
Neutral axis-এর ওপরে
Neutral axis-এ
উপরের যে-কোনো স্থানে
330. একটি One-way slab- Main Reinforcement স্থাপন করা হয়-
Along Long Span
Along Short Span
Both Long and Short Span
Perpendicular to Span
331. ৪ ইঞ্চি পুরুত্বের (thickness) আরসিসি স্ল্যাব-এর প্রতি বর্গফুটের ওজন হবে-
১৫০ পাউন্ড
১০০ পাউন্ড
৫০ পাউন্ড
উপরের কোনোটিই নয়
332. BNBC অনুসারে কার পার্কিং-এর জন্য র্যাম্প অনুপাত (ramp ratio) কত?
1:5
1:6
1:7
1:8
333. নিচের কোনটি আরসিসি বিমের উপাদান?
সিমেন্ট
বালি
খোয়া
এমএস রড
উপরের সবগুলো
334. বিমে ব্যবহৃত রডের ন্যূনতম ব্যাস হবে-
১২ মিমি
১৪ মিমি
১৬ মিমি
১৮ মিমি র্যাকচ
335. ওয়াল ফুটিং ডিজাইনে ক্যান্টিলিভার বিমের স্প্যান-
L- a
(L-a)/2
(L+a)
(L+a)/2
336. ACI code অনুসারে Column-এর Maximum longitudinal reinforcement কত
১২%
8%
৮%
২%
337. রিইনফোর্সমেন্ট কর্তন করা হয়-
সাধারণভাবে স্থাপিত ও ঝুলন্ত বিমে
পুরোপুরি অবিচ্ছিন্ন ও ক্যান্টিলিভার বিমে
ক্যান্টিলিভার ও ঝুলন্ত বিমে
কোনোটিই নয়
338. ৬০ গ্রেড ইস্পাত (Steel)-এর মূল বৈশিষ্ট্য কী?
আল্টিমেট স্ট্রেংথ (Ultimate Strength)-৬০,০০০ পিএসআই
ইন্ডে স্ট্রেংথ (Yield strength)- ৬০,০০০ পিএসআই
ইলোংগেশন (Elongation)-৬০%
উপরের কোনোটিই নয়
339. কলামের প্রকৃত মুক্ত দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের কত গুণের বেশি হলে লম্বা কলাম (Long column) বলা হয়?
৪ গুণ
৬ গুণ
৮ গুণ
১০ গুণ
340. একটি One-way slab-এর Long এবং Short span- এর অনুপাত কত হয়?
<1
1.5-2
1-1.5
>2